নন্দীগ্রামে সিপিএম প্রার্থী তৃণমূলের ঠিক করে দেওয়া! বিস্ফোরক শুভেন্দু

নন্দীগ্রামে সিপিএম প্রার্থী তৃণমূলের ঠিক করে দেওয়া! বিস্ফোরক শুভেন্দু

নন্দীগ্রাম: আজ রোড শো করে নন্দীগ্রামের বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন মনোনয়ন পেশ করার আগেই হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে জনসভা করেন শুভেন্দু। সেই জনসভায় বক্তৃতা দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, নন্দীগ্রামে যাকে সিপিএম প্রার্থী করা হয়েছে, তাকে ঠিক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস! শুভেন্দু অধিকারীর এই মন্তব্যে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে সর্বত্র।

সিপিএম সর্বদা তৃণমূল এবং বিজেপিকে এক কয়েনের দু’পিট বলে দাবি করে আসে। দুই দলকে একসঙ্গে বিজেমূল পর্যন্ত বলে কটাক্ষ করা হয়। তবে এদিন শুভেন্দু অধিকারী সিপিএমকে একহাত নিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যেই বিস্ফোরক দাবি করলেন। তিনি বলেন, আগে এই রাজ্যে কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের লড়াই হত। পরে বামপন্থীদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হয়েছে। আর এখন সবাই একসঙ্গে জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়ার চেষ্টা করছে। নন্দীগ্রামে সিপিএমের প্রার্থী ঠিক করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, নন্দীগ্রামে সিপিএম প্রার্থী করেছে ডিওয়াইএফআই সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে। যদিও এর আগে জানা গিয়েছিল, আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নন্দীগ্রামে প্রার্থী দেবে। তবে এই প্রথমবার নজিরবিহীনভাবে সিপিএম নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে। না হলে বরাবর এই কেন্দ্রে সিপিআই প্রার্থী দিত। 

আরও পড়ুননন্দীগ্রামে কীভাবে আক্রান্ত মমতা? CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা

আজ হলদিয়া মহকুমাশাসকের অফিসে গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন তিনি। হাইভোল্টেজ এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে লড়বেন শুভেন্দু অধিকারী। গত ১০ মার্চ নন্দীগ্রামে প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন পেশ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে সেই দিনই ‘হামলা’ হয় তাঁর ওপর। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ তুঙ্গে উঠেছে। অভিযোগ উঠেছে বিজেপি কথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। এই পরিস্থিতিতে আজ মনোনয়ন পেশ করলেন নব্য বিজেপি নেতা। এদিন আবার মনোনয়ন পেশ করার আগে রোড শো করেন তিনি। শুভেন্দু অধিকারীর প্রচারে এদিন বাংলায় এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং ধর্মেন্দ্র প্রধান। ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *