নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কী বলছে কমিশনের রিপোর্ট?

নন্দীগ্রামে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, কী বলছে কমিশনের রিপোর্ট?

46b0dcac886c0b6cd38d90fdfa35da71

নন্দীগ্রাম: দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু থেকেই উত্তেজনা চরম পর্যায়ে। তৃণমূল-বিজেপি তরজায় উত্তপ্ত নন্দীগ্রাম। বৃহস্পতিবার সকালেই নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলে রহস্য মৃত্যু এক বিজেপি কর্মীর। এই ঘটনায় তৎক্ষণাৎ রিপোর্ট জমা পড়ল রাজ্য নির্বাচন কমিশনে। প্রাথমিক রিপোর্টে নিহত বিজেপি কর্মীর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছে জেলা প্রশাসন৷

বৃহস্পতিবার সকালে নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের ১ নম্বর ব্লকে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, তাঁর নাম উদয়শংকর দুবে। প্রাথমিকভাবে তিনি আত্মহত্যা করেছেন বলেই খবর। তবে পরিবার সূত্রে দাবি, তিনি একজন সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। বিজেপির মিটিং-মিছিলে যেতেন। গত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে হুমকি দিয়েছিলেন। ভোটের দিন বুথে যেতে বারণ করা হয়েছিল। সেই অসহ্য মানসিক চাপ সহ্য করতে না পেরেই উদয়শংকরবাবু আত্মঘাতী হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। এই ঘটনায় তৎক্ষণাৎ রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে জেলা প্রশাসন৷ ওই রিপোর্টে নিহত উদয়শঙ্করের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানানো হয়েছে৷ অর্থাৎ বাইরে থেকে কোনও আঘাত করা হয়নি তাঁকে৷ তবে এখনও বিস্তারিত রিপোর্ট আসা বাকি‌ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *