নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম: দলবদলের পর এই প্রথম কর্মসূচিতে যোগ দিতে নন্দীগ্রামে গেলেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার তাঁর অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে আক্রান্ত হলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে৷ এদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন তাঁর নেতৃত্বে হওয়া ধর্মীয় মিছিল শেষ হওয়ার পর নাম না করে তৃণমূলকে একহাত নেন শুভেন্দু৷ তিনি বলেন, “এটা রাজনৈতিক কর্মসূচি নয়। সেখানে যোগ দিতে আসার সময়ও আক্রমণ করা হয়েছে। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। নাহলে আন্দোলনের পথে হাঁটব।”
মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি ধর্মীয় মিছিল বের হয় নন্দীগ্রামে৷ সেঙুয়া থেকে নন্দীগ্রাম বাজার পর্যন্ত ছিল শুভেন্দুর নেতৃত্বে ধর্মীয় পদযাত্রা৷ সেই মিছিলেই আচমকা হামলা চালায় একদল দুষ্কৃতি৷ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় শুভেন্দুর অনুগামীদের৷ ঘঠনাটি ঘটে ভুতা মোড়ের কাছে৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূলের বিরুদ্ধে৷ শুভেন্দুর অনুগামীদের দাবি, ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা৷
এদিন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু বলেন, ”পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তাই আক্রমণ করছে তৃণমূল।” একইসঙ্গে পুলিশকে কৃতদাস বলেও এদিন কটাক্ষ করেন শুভেন্দু৷ একইসঙ্গে তোপ দাগেন ভাইপোর বিরুদ্ধে৷ তাঁর ছবিতে কালী লাগানোর ঘটনায় দায়ী করেন ভাইপোকেই৷ একইসঙ্গে তার চ্যালেঞ্জ ভোটের দিন তিনি দেখিয়ে দেবেন নন্দীগ্রামের মানুষ তাঁর সঙ্গে রয়েছে কিনা৷