রাজ্য মন্ত্রীসভায় রদবদল৷ আগামিকাল বৃহস্পতিবার মন্ত্রী পদে শপথ নেবেন সুজিত বসু, তাপস রায়, নির্মল মাঝি ও রত্না ঘোষ৷ ওই দিন দুপুর আড়াইটে নাগাদ রাজভবনে শপথ নেবেন রাজ্যের চারমন্ত্রী৷ তবে, নাম ঘোষণা হলেও এখনও পর্যন্ত দপ্তর চূড়ান্ত হয়নি৷ নতুন মন্ত্রীদের নাম উল্লেখ করে ইতিমধ্যে নবান্ন থেকে রাজভবনে পৌঁছেছে চিঠি।
বিধানগরের বিধায়ক সুজিত বসু, বিধানসভার উপ মুখ্যসচেতক তথা বরানগর বিধানসভার বিধায়ক তাপস রায়, তৃণমূল পরিচালিত প্রগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিধায়ক নির্মল মাঝি ও চাকদহের বিধায়ক রত্না ঘোষের নামেই চূড়ান্ত অনুমোদন দেন মুখ্যমন্ত্রী৷
সরকারি বিধি অনুযায়ী, রাজ্য মন্ত্রিসভায় সর্বোচ্চ ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন৷ যদিও বাস্তবে ৪০ জন মন্ত্রী রয়েছেন৷ পঞ্চায়েত ভোটের পরপরই মন্ত্রিসভা থেকে সরানো হয় আদিবাসী উন্নয়নমন্ত্রী চূড়ামণি মাহাত ও জেমস কুজুরকে৷ অসুস্থতার জন্য মন্ত্রিসভা থেকে সরানো হয়ে অবনী জোয়ারদারকে৷ সদ্য মন্ত্রিত্ব ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়৷ তার জেরে এই মুহূর্তে রাজ্য মন্ত্রিসভায় মোট চারটি পদ শূন্য তৈরি হয়৷ মনে করা হচ্ছে, এই শূন্য নতুনদের উপর আস্থা রাখতে পারেন মুখ্যমন্ত্রী৷
দ্বিতীয় মা-মাটি-মানুষের সরকার মন্ত্রিসভায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে আদিবাসী, সংখ্যালঘু এবং সাধারণ সম্প্রদায়ের প্রতিনিধিদের এক সুসংহত সমন্বয় ঘটিয়েছেন মমতা। চারজন মন্ত্রীর পদ খালি হওয়ার পর এবারের রদবদলেও সেই সমন্বয় বজায় রাখেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷