মন্ত্রিত্বের পর পার্থের হাতছাড়া নাকতলার পুজোও? কমিটির মন্তব্যে চাঞ্চল্য

মন্ত্রিত্বের পর পার্থের হাতছাড়া নাকতলার পুজোও? কমিটির মন্তব্যে চাঞ্চল্য

কলকাতা: তৃণমূলের পর এবার নিজের পাড়াতেও কোণঠাসা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতির অভিযোগে কিছুক্ষণ আগেই তাঁকে মন্ত্রিসভা থেকে অপসারণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই সাসপেন্ড তৃণমূল কংগ্রেস থেকেও। এমতাবস্থায় সামনে এল আরো একটি চাঞ্চল্যকর তথ্য। পার্থের বিরুদ্ধে এবার মুখ খুলল তারই পাড়ার পুজো কমিটি তথা নাকতলা উদয়ন সংঘ। জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালেই নাকতলা উদয়ন সংঘের পুজো কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন দাস জানিয়েছেন, গত তিন বছর ধরে নাকি পুজো কমিটিতে নেই পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আরও দাবি, পার্থর অভাব প্রত্যক্ষ হবে না বরং পুজো হবে ধুমধাম করেই।

 বলা বাহুল্য, এসএসসি দুর্নীতিতে নাম জড়ানোর পর থেকেই পার্থকে নিয়ে অস্বস্তিতে পড়েছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা। কারণ বিগত কয়েক বছর ধরে নাকতলা উদয়ন সংঘের পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো বলেই পরিচিত। প্রতিবছরই রঙিন ধুতি পাঞ্জাবিতে সেজে একেবারে সামনে সারিতে দাঁড়িয়ে এই পুজো দেখভাল করেছেন প্রাক্তন মন্ত্রী। কিন্তু মাত্র কয়েক দিনের বিতর্কেই সবকিছু যেন ওলট-পালট হয়ে গিয়েছে। যে পুজো কাল অবধি পার্থ ছাড়া ভাবাই যাচ্ছিল না সেই পুজোর কমিটিও শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর পাশ থেকে।

 তবে একা পার্থ নয়, নাকতলা উদয়ন সংঘের পুজোর সঙ্গে একসময় যুক্ত ছিলেন পার্থ ভূমিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। বেশ কয়েক বছর তিনি নাকতলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই সময় নাকতলার পুজোর পোস্টারে থাকত শুধুই অর্পিতার মুখ। কিন্তু বর্তমানে অর্পিতার সঙ্গেও নাকি পুজো কমিটির কোনো যোগাযোগ নেই বলে দাবি করেছেন নাকতলা উদয়ন সংঘের পূজো উদ্যোক্তারা। অঞ্জন দাসের কথায়, ‘আমরা শিল্পীসত্তার সম্মান করি। তবে অর্পিতা আমাদের মুখ নন, ছিলেনও না। গত তিন বছর ধরে আমাদের পুজোর কোন মুখ নেই।’ এমনকি বেশ কয়েকবার ঋতুপর্ণা সেনগুপ্তকেও এই পুজোয় দেখা গিয়েছে সেই প্রসঙ্গ তোলায় পূজা কমিটির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তও এই পুজোর সঙ্গে কোনোভাবেই যুক্ত নন।

 উল্লেখ্য, এসএসসি দুর্নীতি মামলায় শুক্রবার রাতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই শাসক দলের পাশাপাশি অস্বস্তিতে পড়েছে নাকতলার এই পুজো কমিটিও। এর আগেই রবিবার এই কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারিতে এই পুজোর কোনরকম অসুবিধা হবে না। শীঘ্রই নাকতলা তাদের থিম প্রকাশ্যে আনবে এবং প্রতি বছরের মতো এই বছরও ধুমধাম করে হবে এই পুজো।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =