মানুষ না থাকলে ধর্ম পালন করবে কে? নাখোদা মসজিদে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের

মানুষ না থাকলে ধর্ম পালন করবে কে? নাখোদা মসজিদে নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের

কলকাতা: করোনার জেরে স্তব্ধ গোটা বিশ্ব৷ পিছিয়ে নেই ভারত৷ দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ সংক্রমণ রুখতে ইতিমধ্যেই ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মহামারির এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবার মসজিদে প্রবেশাধিকারে বিধিনিষেধ জারি করা হয়েছে৷

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নাখোদা মসজিদ কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ‘মানুষ থাকলে ধর্ম থাকবে৷ মানুষ থাকলে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা থাকবে৷ মানুষ না থাকলে কে পালন করবে ধর্ম? আগে মানুষকে বাঁচানোর উচিত৷ আল্লাহ না করুক, এটা যদি বেড়ে যায়, তাহলে শুধু আমরা শুধু মৃতদেহ দেখতে পাব৷ আর কিছু দেখতে পারব না৷ এইসব নিয়ে আমরা নাখোদা মসজিদ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে, আজান, নামাজ, জামাত হবে৷ কিন্তু কিন্তু মসজিদের ভেতরে প্রবেশ করতে পারবে না কেউ৷ বাইরে থেকে কেউ আসতে পারবে না৷ মসজিদের ভেতরে দায়িত্বপ্রাপ্তরা এগুলি করবেন৷ যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন মসজিদ খোলা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =