কার্শিয়াং: উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে কার্শিয়াংয়ের প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ সীমান্তগুলিতে পুলিশের নাকা চেকিং চলছে কিনা, এদিন সরাসরি প্রশ্ন করেন তিনি৷
আরও পড়ুন- পাহাড়ের জন্য হোক পৃথক SSC, প্রশাসনিক বৈঠকে নিয়োগের আর্জি
মুখ্যমন্ত্রী বলেন, শিলিগুড়ি হল চিকেন’স নেক৷ কিন্তু শিলিগুড়ির সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও মালদা পর্যন্ত যোগাযোগ রাখতে হবে৷ এন্ট্রি পয়েন্ট এবং এন্ড পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ৷ তাঁর কড়া নির্দেশ, এই দুটো পয়েন্টের দিকে সব সময় নজর রাখতে হবে৷ পাশাপাশি নজরে রাখতে হবে সেফ ড্রাইভ সেফ লাইফ৷ পুলিশের গাড়ি যাতে কেউ কোনও ভাবে অপব্যবহার করতে না পারে৷ সেই সঙ্গে প্রেসের নাম করেও যেন কোনও অপরাধমূলক কাজ না হয়৷ প্রেস না হওয়া সত্ত্বেও গাড়িতে প্রেস লিখে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা হতে পারে বলেও সাবধান করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এর জন্য নাকা চেকিং করতে হবে৷
মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘অনেকে লাল বাতি জ্বালিয়ে ঘুরে বেরাচ্ছে৷ অথচ মন্ত্রীরাও এখন লাল বাতি লাগায় না৷ আমি তো লাল বাতি লাগাই না৷ তবে অফিসাররা নীল বাতি লাগায়৷’’ কেউ যাতে ভুয়ো অফিসার সেজে বাতি জ্বালিয়ে না ঘোরে সেই দিকেও নজর রাখতে হবে৷ পাশাপাশি ছট পুজো, দীপাবলি-কালিপুজো, ভাই ফোঁটায় যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে হবে৷ মালদা পর্যন্ত কোঅডিনেশন করে চলতে হবে৷