কলকাতা: বিধানসভা নির্বাচনের সময় নন্দীগ্রামে ভোটের দিন বয়ালের বুথে কয়েক ঘণ্টা বসে ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় পরিস্থিতি সামাল দিয়ে সেখানে পৌঁছন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওই বুথ সম্পর্কে বলছিলেন তখন তাঁর মুখের ওপরই নগেন্দ্র সটান জবাব দিয়েছিলেন, ‘খাকি পরে দাগ নেব না’। সেই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যাওয়ার পর তিনি রাতারাতি যেন সেলেব্রিটি হয়ে যান। সেই আইপিএস এখন পাচ্ছেন রাষ্ট্রপতি পদক।
আরও পড়ুন- বাংলায় বিপন্ন গণতন্ত্র! বিধানসভায় অধ্যক্ষের সামনেই তোপ রাজ্যপালেন
কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্ব এবং পরিষেবার পদকে পুরষ্কৃত করার জন্য আগামী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্মানিত করবেন নগেন্দ্র ত্রিপাঠীকে। জানা গিয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশেই তিনি এই পদক পেতে চলেছেন। নগেন্দ্রর পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি কোবিন্দ উত্তর ২৪ পরগনা ও হাওড়ার জেলাশাসক এবং পূর্ব বর্ধমানের পুলিশ সুপারকে পুরস্কৃত করবেন বলেও জানা গিয়েছে। গত বছর বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশন নগেন্দ্র ত্রিপাঠীকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল। নন্দীগ্রাম ভোটের দিন বয়ালের এক বুথে তাঁর সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘ম্যাডাম, খাকি পরে দাগ নেব না’। ভোটের পর নগেন্দ্রকে বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন।
আসলে যেদিন নন্দীগ্রামে ভোট ছিল সেদিন বেলায় বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বয়ালের এক বুথে যখন তিনি যান তখন তাঁকে সামনে পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেয় ভোটাররা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলা হয় যে তারা তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের ভয় দেখাচ্ছে এবং ভোট দিতে যেতে দিচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষে উত্তাল হয় বয়াল। সাত নম্বর বুথ পরিদর্শনে এসে সেখানেই আটকে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় পরিস্থিতি সামাল দিতে সেখানে গিয়েছিলেন নগেন্দ্র ত্রিপাঠী।