নদীয়া: ফের চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ৷ এবার ঘটনাস্থল নদীয়ার শান্তিপুর৷ রোগীর পরিবারের অভিযোগ, নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে রোগীর। যদিও রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, রোগীকে বাঁচাতে সবরকম ব্যবস্থা করা হয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি। জানা যায় শনিবার সকালে শান্তিপুর ফুলিয়া কালীপুরের বাসিন্দা জয়দেব বিশ্বাস তার প্রস্তুতি স্ত্রী সুপর্ণা বিশ্বাস (22) শান্তিপুর রেলস্টেশন সংলগ্ন শ্রীকৃষ্ণ হেলথকেয়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেন।
বেলা সাড়ে বারোটা নাগাদ ওই প্রসূতি মহিলাকে সিজার করা হয়৷ এরপরে যথেষ্টই সুস্থ ছিলেন ওই মহিলা। কিন্তু বিকেল তিনটের পর থেকেই ওই মহিলার শ্বাসকষ্ট শুরু হয়৷ অভিযোগ, শ্বাসকষ্ট শুরু হলেও প্রয়োজনীয় কোনও পদক্ষেপ গ্রহণ করেননি নার্সিংহোম কর্তৃপক্ষ৷ তারই জেরে আচমকা রাতে ওই প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ৷ পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে, প্রসূতির মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে ভিড় করেন মৃতের পরিজনেরা৷ শুরু হয় বিক্ষোভ৷ নিহতের পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়, সুস্থ থাকা একজন প্রসূতির স্রেফ শ্বাসকষ্টের জন্য কিভাবে মৃত্যু হতে পারে৷ কেন সময় মতো তাঁকে অক্সিজেন দেওয়া হল না, সেই প্রশ্নও তোলেন তাঁরা৷ ঘটনার জেরে নার্সিংহোম চত্বরে তীব্র উত্তেজনা তৈরি হয়৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷
পুলিশের তরফে কথা বলা হয়, রোগীর পরিজনদের সঙ্গে৷ এছাড়াও নার্সিংহোম কর্তৃপক্ষর সাথে কথা বলে শান্তিপুর থানার পুলিশ। মৃত মহিলার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ জমা করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ তদন্তে সবদিকই খতিয়ে দেখা হবে৷