নদীয়া: ছোট থেকেই স্বপ্ন ছিল দেশ মাতৃকাকে রক্ষা করার৷ নিজের সেই সাধ পূরণের জন্য ২০ বছর বয়সে যোগ দিয়েছিলেন সিআরপিএফে৷ ছেলেকে নিয়ে পরিবারের তো বটেই গ্রামবাসীদেরও গর্বের শেষ ছিল না৷ এহেন জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামে৷
পুলিশ সূত্রের খবর, কর্মস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই সিআরপিএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম রাজীব মন্ডল। বয়স আনুমানিক একত্রিশ বছর। বাড়ি নদীয়ার কালীগঞ্জ থানার দেবগ্রাম স্টেশন পাড়া এলাকায়।
জানা যায়, সোমবার ভোরে ছত্রিশগড়ে সিআরপিএফের পঞ্চাশ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানদের মধ্যে অশান্তির কারণে গুলিচালনার ঘটনা ঘটে। সেখানেই কর্মরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দেবগ্রাম স্টেশন পাড়া এলাকার বাসিন্দা রাজীব মণ্ডল সহ চার জন জওয়ানের। পাশাপাশি এই ঘটনায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অনেকেজন। স্বভাবতই, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন নিহত রাজীবের গ্রামবাসীরা৷ তাঁদের বক্তব্য, ‘‘অবিলম্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে৷’’
২০১০ সালে সিআরপিএফের যোগদান করেন রাজীব। নম্র, ভদ্র ও শান্ত মেজাজের ছেলে বলে মৃত রাজীব মণ্ডলের যথেষ্ট সুনাম রয়েছে এলাকায়। পরিবারে বৃদ্ধ মা-বাবা স্ত্রী ও ছোট দুটি কন্যা সন্তান রয়েছে তাঁর। আজ সকাল সাতটা নাগাদ সিআরপিএফের পক্ষ থেকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয় মৃত রাজীবের পরিবারকে। ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। পাশাপাশি রাজীবের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেবগ্রাম স্টেশন পাড়া এলাকায়।