নবদ্বীপ: দু’দিনের সফরে আজ বঙ্গে এসেছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ তাঁর হাত ধরেই চৈতন্যধামে সূচনা হল বিজেপি’র রথযাত্রার৷ আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করার আগে জনসংযোগ গড়ে তোলার কাজ সেরে ফেলতে চাইছে গেরুয়া শিবির৷ সেই লক্ষ্যেই নিয়েই ছুটবে রথ৷
আরও পড়ুন- ‘চার আনার নকুলদানা, তার আবার ক্যাশমেমো’, শুভেন্দুর দলবদলের কারণ জানালেন অভিষেক!
এদিন কলকাতা থেকে সোজা মালদহে যান জেপি নাড্ডা৷ সেখানে জনসভার পর মধ্যাহ্নভোজ সারেন কৃষকদের সঙ্গে৷ সেখান থেকে তিনি পৌঁছন নবদ্বীপ ধামে৷ সূচনা করেন রথযাত্রার৷ সেই সঙ্গে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে নতুন স্লোগান তোলেন তিনি৷ নাড্ডা বলেন, ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা’৷
বিজেপি’র সর্বভারতীয় সভাপতি বলেন, রাস্তায় মানুষের কাছে যে অভ্যর্থনা পেলাম, সেটা থেকেই স্পষ্ট মানুষ পরিবর্তন চাইছে। ভোটের আগে রথ যাত্রার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার কৌশল নিয়েছে গেরুয়া দল৷ বিজেপির এই রথযাত্রার পোশাকি নাম দেওয়া হয়েছে পরিবর্তন যাত্রা। দলের নীল নকশা অনুযায়ী রাজ্যের ২৯৪টা বিধানসভা এলাকা স্পর্শ করে ২৫ দিন ধরে ঘুরবে সেই রথ। ১৯৯০ সালে একইভাবে রথ যাত্রা করেছিলেন লালকৃষ্ণ আডবাণী৷ যার প্রভাব পড়েছিল ভোট বাক্সে৷ ১৯৯১ সালে ৮০ থেকে বেড়ে ১২০টি আসনে পৌঁছেছিল বিজেপি। সেই সাফল্যের চাবিকাঠি এবার বাংলায় প্রয়োগ করার কৌশল নিয়েছে গেরুয়া দল৷
আরও পড়ুন- বাজেটে হিসেবের গড়মিল! অঙ্ক মিলিয়ে শাসক দলকে তুলোধোনা বামেদের
আজ নবদ্বীপে রথের দড়িতে টান দিলেন নাড্ডা৷ ৯ ফেব্রুয়ারি জেপি নাড্ডার নেতৃত্বেই ‘পরিবর্তন যাত্রা’ শুরু হবে তারাপীঠ-ঝাড়গ্রাম থেকে। অন্য দিকে ১১ ফেব্রুয়ারি রথযাত্রায় থাকার কথা অমিত শাহের। প্রতিটি কেন্দ্র ছুঁয়ে ২৫-৩০ দিন ধরে ছুটবে বিজেপি’র পঞ্চরথ৷
এদিন মালদহের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান নাড্ডা৷ তোপ দেগে নাড্ডা বলেন, আপনি যেখানেই যাচ্ছেন, সেখানেই জয় শ্রীরাম ধ্বনি ওঠছে৷ ‘মমতাদি এত রাগ হচ্ছে কেন? কৃষকের সেবা করলে এই দিন দেখতে হত না৷’