৩ হাজার কৃষকের সঙ্গে খিচুড়ি খাবেন বাংলার ‘জামাই’ নাড্ডা! তুঙ্গে প্রস্তুতি!

৩ হাজার কৃষকের সঙ্গে খিচুড়ি খাবেন বাংলার ‘জামাই’ নাড্ডা! তুঙ্গে প্রস্তুতি!

কলকাতা: তিনি বাংলার ‘জামাই’। আর তাই বঙ্গ সফরে এলে তাঁর অ্যাপায়নটাও হয় জামাইসুলভ। বিশেষত ফেব্রুয়ারি মাসের সফরে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার জন্য একেবারে বাঙালি সুলভ আয়োজনই করেছে গেরুয়া শিবির।

আগামী ৬ ফেব্রুয়ারি রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যে আসছেন জে পি নাড্ডা। আর তাঁর সেই সফরের প্রথম দিনের জন্য এখন প্রস্তুতি তুঙ্গে মালদহের সাহাপুর গ্রামে। গেরুয়া শিবির সূত্রের খবর, শনিবার সেখানেই হাজার হাজার কৃষকের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। মেনু? বাঙালির চিরকালীন আবেগমিশ্রিত খিচুড়ি, লাবড়া আর সঙ্গে টমেটোর চাটনি।

কৃষকদের সঙ্গে জে পি নাড্ডার এই মহাভোজের জন্য মালদহের সাহাপুর গ্রামে আয়োজনের তোড়জোড় শুরু হয়ে গেছে বৃহস্পতিবার রাত থেকেই। প্রায় সাড়ে তিনশো কেজি চাল ও ডালের খিচুড়ি রাঁধা হবে শনিবার। গত মাসে নাড্ডার রাজ্য সফরে যে কৃষক সুরক্ষা অভিযানের সূচনা হয়েছিল, তারই অন্তিম কর্মসূচি পালিত হবে ফেব্রুয়ারির ৬ তারিখ। প্রায় এক মাসব্যাপী গেরুয়া শিবিরের এই কর্মসূচিতে গ্রামের কৃষকদের বাড়ি বাড়ি ঘুরে একমুঠো করে চাল সংগ্রহ করা হয়েছে। শোনা যাচ্ছে, ৬ তারিখ আগে কলকাতায় এসে তারপর কপ্টারে করে সাহাপুর যাবেন জে পি নাড্ডা। খোলা মাঠের মধ্যে পাত পেড়ে বসে কৃষকদের সঙ্গে মধ্যাহ্নভোজন করবেন তিনি।

সূত্রের খবর, শনিবারের এই পংক্তিভোজের জন্য বিজেপির তরফ থেকে আনা হয়েছে প্রায় ১০০ জন রাঁধুনি। উনুন, হাঁড়ি, কড়াই শাকসবজি, জোগাড় হয়েছে সবই। মালদহে পৌঁছে গেরুয়া সভাপতির সবার আগে যাওয়ার কথা ইংরেজবাজারের ম্যাংগো রিসার্চ ইনস্টিটিউটে। সেখানে গিয়ে মালদহের আমচাষী ও এলাকার স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আলোচনা করবেন তিনি। সাহাপুরে জেলার কৃষকদের দ্বারা উৎপন্ন যাবতীয় ফসলের প্রদর্শনীও থাকবে জে পি নাড্ডার জন্য। খাওয়াদাওয়ার পর পদযাত্রায় অংশ নেওয়ার কথাও শোনা যাচ্ছে।

উল্লেখ্য, দেশের একাংশের কৃষকদের কেন্দ্র বিরোধী আন্দোলনে যখন উত্তাল দিল্লি, তখন ভোটের আগে পশ্চিমবঙ্গের কৃষকদের সঙ্গে জনসংযোগের এই উদ্যোগ নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =