কলকাতা: রাজ্য সফরে এসে ফের শাসক দল তৃণমূলকে নিশানা করে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন ‘বাংলার জামাই’ তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সভাপতি জয়প্রকাশ নাড্ডা। শনিবার বিজেপির বহু-প্রতীক্ষিত ‘রথযাত্রা’র সূচনা করে চৈতন্যভূমি নবদ্বীপের সভামঞ্চ থেকে রাজ্য সরকারকে বিভিন্ন বিষয়ে একহাত নিলেন জেপি নাড্ডা। এদিন প্রথমেই তিনি তৃণমূল সরকারকে ‘তোলাবাজ সরকার’ বলে কটাক্ষ করেন এবং বলেন, “এই মা মাটি মানুষের সরকার বাংলার মানুষকে ঠকিয়েছে৷” এছাড়াও তিনি বলেন, “বাংলায় স্বৈরাচারী শাসন কায়েমের চেষ্টার কারণেই আজ বাংলাটা দুর্নীতির আখড়া হয়ে উঠেছে৷”
বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির দেখানো পথে বাংলাতেও ‘রথযাত্রা’ কর্মসূচি পালন করে বিপুল জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করছে পদ্ম শিবির। আর তাই আগামী কয়েকদিনে রাজ্যে মোট ৫ টি ‘রথযাত্রা’র সূচনা করবে বিজেপি, যা রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসন ছুঁয়ে যাবে। আজ নদীয়ার এই কর্মসূচির সূচনা করে নাড্ডা বলেন, ‘‘এই যাত্রার মাধ্যমে বিজেপি মানুষকে জাগাতে চাইছে, তবে আমার মনে হয় বাংলার মানুষ জেগেই গিয়েছে৷” এছাড়াও এই ‘রথযাত্রা’কে তিনি ‘পরিবর্তন যাত্রা’ নাম দিয়ে বলেন, “এই পরিবর্তন শুধু সরকার পরিবর্তন নয়, এ হল বিচার ও ভাবনার পরিবর্তন৷” এছাড়াও এদিন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এক নতুন স্লোগান তুলে জয়প্রকাশ নাড্ডা বলেন, “অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা৷”
শনিবার ‘রথযাত্রা’র সূচনা করে সেই সভামঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে বলেন, রাজ্যে তোষণের রাজনীতি চলছে, যার জেরে খুন হয়েছেন ১৩০ বিজেপি কর্মী। এছাড়াও এদিন তিনি মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ‘কাটমানি’ ইস্যুতে একহাত নিয়ে বলেন, “আমফানে দুর্নীতি, সেখানেও কাটমানি। কেন্দ্র চাল-ডাল দিল করোনার সময়, তা তৃণমূল নেতাদের বাড়িতে চলে গেল। এত তুষ্টিকরণ কেন?”
এসবের পাশাপাশি জেপি নাড্ডা শনিবার নদীয়া থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেন, “দিদি, আপনার কিসের এত ভয়?” ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখ্যমন্ত্রীর মেজাজ হারানোকে কটাক্ষ করে নাড্ডা এদিন বলেন, “জয় শ্রীরাম স্লোগানে এত রাগ কেন? ভারতের সংস্কৃতিকে সম্মান না করে রাজনীতি করবে কীভাবে? মমতাদি কাজে নেই, চিটিংবাজিতে এক নম্বর”।