ইভিএম কারচুপি হলেই বিজেপি, না হলে জিতবে শাসক দলই! দাবি নচিকেতার

ইভিএম কারচুপি হলেই বিজেপি, না হলে জিতবে শাসক দলই! দাবি নচিকেতার

কলকাতা: বরাবরই একটু অন্যরকম নচিকেতা চক্রবর্তী। নিজের গানের মাধ্যমে সমাজের মূল ধারাকে ভেঙে এসেছেন। নচিকেতাকে আপাতত বাম মনষ্ক বলে জানালেও তিনি যে মমতা সমর্থক তা সম্প্রতিককালে খুবই স্পষ্ট হয়ে গিয়েছে। রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহের এই নচিকেতা চক্রবর্তী বিস্ফোরক দাবি করলেন। তিনি স্পষ্ট বলছেন, ইভিএম কারচুপি হলেই একমাত্র বিজেপি, না হলে জিতবে শাসক দল তৃণমূল কংগ্রেসই।

নচিকেতার সাফ বক্তব্য, বামপন্থার সমস্ত গুণ তিনি দেখতে পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তুই আদতে মুখ্যমন্ত্রীর থেকে কিছুই চাব না কারণ তারা তাকে এতগুলো বছর ধরে পূর্ণ করেছে। নিজে বামপন্থী হলেও তাঁর নিজস্ব কোন দল নেই বলেই জানিয়েছেন নচিকেতা। সেই প্রেক্ষিতে বর্তমানে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে গলা মেলাচ্ছেন তিনি। প্রখ্যাত এই গায়কের কথায়, রাজ্যে এতগুলি দফায় নির্বাচন হচ্ছে এটা দেখে বিস্মিত। স্বাভাবিকভাবেই এর দায়ে দিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এবং বিজেপি সরকারকে। তিনি বলছেন, পুরোটাই কেন্দ্রীয় সরকারের তুঘলকি শাসন এবং এর প্রতিবাদ করা জরুরি। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করে নচিকেতা দাবি করছেন, একজন মহিলাকে হারানোর জন্য দেশের সমস্ত প্রভাবশালী নেতা বাংলায় ডেলি প্যাসেঞ্জারই করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঠেকাতে বারংবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। তাই সামগ্রিক পরিস্থিতি সামনে রেখে নচিকেতার ধারণা, ইভিএম কারচুপি না হলেই রাজ্যে ক্ষমতায় আসবে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি আখের কিছুই করতে পারবে না বলে মত তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =