‘গুন্ডামি’র দায়ের DM-কে সরানোর সিদ্ধান্ত নবান্নের, দায়ের FIR

ফলাকাটা: আলিপুরদুয়ারের জেলাশাসককে সরিয়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল রাজ্য সরকার৷ গোটা রাজ্যে যেহেতু ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তাই জেলাশাসকরা নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন৷ ফলে, কমিশনে চিঠি দিয়ে জেলা শাসকের অরসারণ চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ সোমবার যুবককে মারধরের ঘটনায় জেলাশাসকের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রভাব করেন নবান্নের কর্তারা৷ পরে, তাঁকে ১০ দিনের

‘গুন্ডামি’র দায়ের DM-কে সরানোর সিদ্ধান্ত নবান্নের, দায়ের FIR

ফলাকাটা: আলিপুরদুয়ারের জেলাশাসককে সরিয়ে দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল রাজ্য সরকার৷ গোটা রাজ্যে যেহেতু ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে তাই জেলাশাসকরা নির্বাচন কমিশনের অধীনে রয়েছেন৷ ফলে, কমিশনে চিঠি দিয়ে জেলা শাসকের অরসারণ চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ সোমবার যুবককে মারধরের ঘটনায় জেলাশাসকের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভ প্রভাব করেন নবান্নের কর্তারা৷ পরে, তাঁকে ১০ দিনের ছুটিতে পাঠানো হয়৷ পরে, জেলাশাসককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় নবান্ন৷ অন্যদিকে, আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে এফআইআর করতে চলেছেন বিনোদ সরকারের বাবা রাজমোহন সরকার৷ ফালাকাটা থানায় জেলাশাসকের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কথা৷

থানায় ঢুকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের বিরুদ্ধে। অভিযোগ, ওই যুবক তাঁর স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করেছেন। ঘটনার কিছু পরেই ফালাকাটা থানার ভিতরের মারধরের দৃশ্যটির ভিডিও ভাইরাল হয়ে বিতর্ক তৈরি করে সোশ্যাল মিডিয়ায়। থানায় আইসি-র সামনে যুবককে বেধড়ক মারলেন জেলাশাসক ও তাঁর স্ত্রী। নিজের হাতে আইন তুলে নিয়ে কঠিন শাস্তি দেওয়ার হুমকিও দিলেন।

‘গুন্ডামি’র দায়ের DM-কে সরানোর সিদ্ধান্ত নবান্নের, দায়ের FIRসূত্রের খবর, অভিযুক্ত যুবকের নাম বিনোদ সরকার। অভিযোগ পেয়ে যুবককে গ্রেফতার করে পুলিশ। তা জানতে পেরেই সস্ত্রীর ফালাকাটা থানায় চলে আসেন জেলাশাসক নিখিল নির্মল। তার পরে বেধড়ক মারধর শুরু করেন ওই যুবককে। ভিডিওয় তাঁকে বলতে শোনা যায় যে, তাঁর জেলায় তাঁর বিরুদ্ধে কেউ কোনও কথা বলবে না। শুধু নিখিল নির্মল নন, ওই যুবককে মারধর করেন তাঁর স্ত্রী-ও।

আরও পড়ুন:  উন্নততর দেশ গড়তে অভিনব উদ্যোগ ১০ সরকারি আধিকারিকের

‘গুন্ডামি’র দায়ের DM-কে সরানোর সিদ্ধান্ত নবান্নের, দায়ের FIRএবং তাকে রীতিমতো জেরা করতে শুরু করে দেন যে, কার বুদ্ধিতে ওই যুবক ফেসবুকে অশালীন মন্তব্য করেছেন। গোটা ঘটনাটিই ঘটে পুলিশের সামনে। ফালাকাটা থানার ওই মারধরের ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলাশাসক নিখিল নির্মলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে ফালাকাটা থানার আইসি-কেই বা কেন ছুটিতে পাঠানো হবে না। কারণ, তাঁর সামনেই ঘটনাটি ঘটেছে এবং তিনি কোনও ভাবেই জেলাশাসককে বাধা দেননি। শেষ পাওয়া খবর অনুযায়ী, নির্মলকে দশদিনের ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − eight =