Aajbikel

বেআইনি বাজি কারখানার বিরুদ্ধে পদক্ষেপ নবান্নের, পুলিশকে কয়েক দফা নির্দেশ

 | 
egra

কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন রাজ্য তোলাপাড়। জানা গিয়েছে, যে কারখানায় বিস্ফোরণ হয়েছে তা বেআইনি ছিল। এই নিয়ে স্থানীয়দের ক্ষোভ গিয়ে পড়েছে পুলিশ এবং প্রশাসনের ওপরেই। আপাতত এই ঘটনায় তদন্তভার পেয়েছে সিআইডি এবং আপাতত ২ জনকে গ্রেফতারও করা হয়েছে। তবে সমস্ত বেআইনি বাজি কারখানা বন্ধ করতে এবার তৎপর হয়েছে রাজ্য সরকার। এদিনই কড়া নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। 

সূত্রের খবর, পুলিশকে ছ’দফা নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যে চলা সমস্ত বেআইনি বাজি কারখানা অবিলম্বে বন্ধ করতেই এইসব নির্দেশ এসেছে। নবান্নের তরফ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, বেআইনি বাজি নির্মাণের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বেআইনি কারখানাগুলিতে নিয়ম মতো তল্লাশি চালাতে হবে এবং বেআইনি বিস্ফোরক বাজেয়াপ্ত করতে হবে। এছাড়া আদালতের নির্দেশ মেনে বাজেয়াপ্ত হওয়া বিস্ফোরক নষ্ট করতে হবে পুলিশকে। সরকারের আরও নির্দেশ, বেআইনি বাজি প্রস্তুতকারকেরা যাতে আবার একই কাজ না করেন তা স্থানীয় থানাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেআইনি বাজি কারখানার কর্মীদের বিকল্প কর্মসংস্থান তৈরির কথাও ভাবতে বলা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে হবে এমন বার্তাও পুলিশকে দিয়েছে নবান্ন। 

এগরায় বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এদিন এই মামলার শুনানিতে সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি তদন্তের। কিন্তু এগরা কাণ্ডের একাধিক ছবি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Around The Web

Trending News

You May like