রিক্রুটমেন্ট বোর্ড উঠে যাচ্ছে? আশাকর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

রিক্রুটমেন্ট বোর্ড উঠে যাচ্ছে? আশাকর্মীদের নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: রাজের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের জন্য তৈরি গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সুত্রে খবর। এবার থেকে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগ করবে রাজের স্টাফ সিলেকশন কমিশন। পাশাপাশি আজ মন্ত্রিসভার বৈঠকে আশা কর্মী নিয়োগের জন্য ২ হাজার ৫০০ টি নতুন পদ তৈরির জন্য অনুমোদিত হয়েছে।

আরও পড়ুন: রাজ্যপাল নয়, মুখ্যমন্ত্রীই হবেন আচার্য! অনুমোদন মন্ত্রিসভার

এছাড়াও রাজ্যের সব বিশ্ব বিদ্যালয়ের আচার্য হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ব বিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্যও হবেন মুখ্যমন্ত্রী, এমন অনুমোদন মিলেছে। রাজ্যের সব বেসরকারি বিশ্ব বিদ্যালয়ের পরিদর্শক হবেন শিক্ষামন্ত্রী। আসন্ন বিধানসভায় এই সিদ্ধান্ত বিল আকারে পেশ করা হবে বলে নবান্ন সুত্রে জানা গিয়েছে।

শুধু কি বিধানসভায় পাশ করলেই তা আইনে পরিণত হবে? এক কথায়, না। এই বিলে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। তিনি অনুমোদন না দিলে এই বিল আইনে পরিণত হবে না। এতদিন ধরে তিনিই রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। এখন তাই এটাই দেখার যে রাজ্যপাল এই বিলে অনুমোদন দেন কিনা। বিধানসভা অধিবেশন শুরু হওয়ার আগে আগামী সপ্তাহের শুরুতেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে বলে পরিষদীয় দফতর সূত্রে জানা গিয়েছে। এরপরে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসবে। আসন্ন অধিবেশনে এই দুই বিষয় নিয়েই আলোচনা হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eighteen =