কলকাতা: বিধানসভা ভোটের আগে ‘প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি’কে হাতিয়ার করে ময়দানে নেমেছিল বিজেপি৷ বাংলার কৃষকদের বঞ্চিত করার অভিযোগে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছিল গেরুয়া শিবির৷ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কৃষকদের স্বার্থে এ রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করতে দেওয়া হচ্ছে না বলেও তোগ দেগেছিল বিজেপি নেতৃত্ব৷ কিন্তু এর পরেই কৃষকদের যাবতীয় তথ্য কেন্দ্রের দরবারে পাঠিয়ে দেয় রাজ্য সরকার৷ নির্বাচনের সময় থেকেই রাজ্যের কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেতেও শুরু করেছিলেন৷ কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রের এই প্রকল্প থেকে বঞ্চিত সাড়ে ৯ লক্ষ আবেদনকারী কৃষক৷
যে প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকার এতটা সোচ্চার হয়েছিল, সেই প্রকল্পে খারিজ হয়ে গিয়েছে বাংলার প্রায় সাড়ে ৯ লক্ষ কৃষককের আবেদন৷ কেন্দ্রের সাফাই, অসম্পূর্ণ তথ্যের জন্যই এই আবেদন খারিজ করা হয়েছে৷ তবে কেন্দ্রের এই সাফাইয়ে নাখুশ রাজ্য৷ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কেন্দ্রের কাছে চিঠি পাঠিয়েছে নবান্ন৷ সেই সঙ্গে নবান্নের তরফে সাফ জানানো হয়েছে, যে সকল আবেদন খারিজ হয়ে গিয়েছে তার জন্য রাজ্য সরকার বা কৃষকরা কোনও ভাবেই দায়ী নয়৷
কেন্দ্রকে পাল্টা দুষে নাবান্নের তরফে জানানো হয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ঘুরে সঠিক তথ্য জানার চেষ্টা করলেও কৃষকদের তা জানানো হয়নি৷ ফলে আবেদনের সময় সেই সকল তথ্য জমা দিতে পারেননি কৃষকরা৷ প্রসঙ্গত, ২০১৮ সালের ১ ডিসেম্বর এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এই প্রকল্পে তিনটি কিস্তিতে বছরে ৬ হাজার টাকা দেওয়া হয় কৃষকদের৷