Aajbikel

একক নামের প্রস্তাবে 'না', নির্বাচন কমিশনার হিসেবে 'দ্বিতীয় নাম' গেল রাজভবনে

 | 
রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা: রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজভবনে পাঠিয়েছিল নবান্ন। রাজ্যের এই নামে রাজ্যপাল সিলমোহর না দিলে ফের নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত আসন্ন, এমনই মনে করা হচ্ছিল। এখন সেই পরিস্থিতি তৈরি, কারণ নির্বাচন কমিশনার পদে একক নামের প্রস্তাব মানতে চায়নি রাজভবন। ওই পদে শুধুমাত্র এক জনের নাম কেন প্রস্তাব করেছে সরকার, সেই প্রশ্ন তোলা হয়েছে।  

বিষয় হল, নির্বাচন কমিশনারের নাম ঠিক করে রাজ্য। সেখানে রাজ্যপালের পছন্দ থাকে না। তিনি শুধু রাজ্যের প্রস্তাবে সই করেন। কিন্তু রাজভবন সূত্রে খবর, রাজীব সিনহার বিষয়ে বেশ কিছু তথ্য জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর খবর মিলেছে তিনি একক নামের প্রস্তাবে সায় দিতে রাজি হননি। তাই অন্য নামও চেয়েছেন। পঞ্চায়েত ভোটের সময় প্রায় হয়ে এসেছে। এই পরিস্থিতিতে জটিলতা দীর্ঘায়িত না করে রাজ্য অন্য একটি নাম রাজভবনে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তিনি অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধন। এবার এই নামে রাজভবন সায় দেয় কিনা সেটাই দেখার। 

আসলে ২৮ মে বর্তমান কমিশনার সৌরভ দাস দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। তাই ওই পদে দ্রুত কাউকে না বসালে পঞ্চায়েত ভোট নিয়ে জটিলতা বাড়বে। সব জেলা প্রশাসনগুলিকে ভোটমুখী করে তুলতে কিছুটা সময় দিতেই হবে নয়া নির্বাচন কমিশনারকে। তাই এই মুহূর্তে কোনও সংঘাতে না গিয়ে অন্য নামই প্রস্তাব করেছে রাজ্য সরকার। আসন্ন নির্বাচন নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না নবান্ন।  

Around The Web

Trending News

You May like