১২ ঘণ্টা বাংলা বনধ সফল হবে? যা বলল নবান্ন

কলকাতা: বিজেপির ডাকা বুধবারের ১২ ঘণ্টার বনধ প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে, সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা…

Picsart 24 08 28 02 54 23 241

কলকাতা: বিজেপির ডাকা বুধবারের ১২ ঘণ্টার বনধ প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে যাবতীয় পদক্ষেপ করা হবে প্রশাসনের তরফে, সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি সরকারি কর্মীদের হাজিরা স্বাভাবিক রাখতে হবে, এমনটাই নির্দেশ নবান্নের। নবান্নের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, বুধবার কোনও ক্যাজুয়াল লিভ নিতে পারবেন না সরকারি কর্মীরা। সমস্ত সরকারি এবং সরকার পোষিত সংস্থা খোলা থাকবে এবং হাজিরা স্বাভাবিক রাখতে হবে। যদি কেউ এ দিন অনুপস্থিত থাকেন সেক্ষেত্রে তা তাঁদের ক্ষেত্রে ‘ডাইস নন’ হিসেবে বিবেচিত হবে এবং ওই দিনের বেতন তাঁরা পাবেন না। তবে কয়েকটি ক্ষেত্রে নিয়মে ছাড় রয়েছে। সেগুলি হল-কোনও সরকারি কর্মী হাসপাতালে ভর্তি থাকলে, পরিবারে কারও মৃত্যু হলে, গুরুতর অসুস্থ হলে , আগে থেকে ছুটিতে থাকলে এবং ২৭ অগস্টের আগে চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ এবং আর্নড লিভ নেওয়া থাকলে এই নির্দেশ প্রযোজ্য হবে না।বুধবার বিজেপির ডাকা বনধের দিন রাজ্যজুড়ে জনজীবন সচল ও স্বাভাবিক রাখা হবে বলেও বার্তা নবান্নের তরফে।