কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে রাজ্যে এবং একাধিক এলাকা জলমগ্ন। এখনো পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির হয়ে চলেছে রাজ্যের বিভিন্ন জেলায় এবং পরিস্থিতি এতোটুকু বদলাইনি। জল জমে থাকার কারণে স্বাভাবিকভাবেই রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গিয়েছে। শহর থেকে শুরু করে পঞ্চায়েত এবং পুরসভার অধীনে থাকা রাস্তাগুলির বেহাল অবস্থা। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল রাজ্য সরকার। পুজোর আগেই রাস্তা সারাই করার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হল।
খাতায়-কলমে বর্ষা শেষ হতে এখনও কয়েক দিন দেরি কিন্তু লাগাতার নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের কারণে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে রাজ্য জুড়ে। ক্রমাগত বৃষ্টির কারণে জল নামার সময় পাচ্ছে না তাই সাধারণ মানুষের এমনিতেই নাজেহাল অবস্থা। তার মধ্যে জমা জলের কারণে রাস্তাঘাটের অবস্থা আরো করুণ। কোথাও পিচ উঠে গিয়েছে আবার কোথাও খানাখন্দে ভরে গেছে রাস্তা। তাই উৎসবের আগেই সব রাস্তা মেরামত করতে উদ্যোগী হয়েছে নবান্ন। সেই প্রেক্ষিতেই এই টাকা বরাদ্দ করা হয়েছে। সূত্রের খবর, যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তায় কাজ শুরু হয়ে গিয়েছে এবং পরবর্তী কয়েক দিনে আরও রাস্তায় কাজ হবে বলে জানানো হয়েছে। আরও জানা গিয়েছে, রাস্তা মেরামতের জন্য নির্দেশ ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে নবান্ন। সেই প্রেক্ষিতে কাজ শুরু হয়ে গিয়েছে।
টানা বৃষ্টির কারণে অধিকাংশ জেলায় জল জমার সমস্যায় অবশ্য ডিভিসিকে দোষী করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন যে অতিরিক্ত জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজ্যে। তার সঙ্গে লাগাতার বৃষ্টি আরো বেশি সমস্যার সৃষ্টি করেছে। সম্প্রতি দুদিনের মধ্যে কত পরিমাণ জল ছাড়া হয়েছে সেই ব্যাপারেও হিসেব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি হুঁশিয়ারি দিয়ে এও জানিয়েছেন যে, পরবর্তীকালে তিনি ডিভিসির কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারেন।