বানভাসি একাধিক এলাকা, পরিস্থিতি সামাল দিতে একগুচ্ছ নির্দেশ নবান্নের

বানভাসি একাধিক এলাকা, পরিস্থিতি সামাল দিতে একগুচ্ছ নির্দেশ নবান্নের

nabanna

কলকাতা: মেঘভাঙা বৃষ্টির কারণে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সিকিমে। তার প্রভাব উত্তরবঙ্গেও পড়েছে বিরাটভাবে। কারণ তিস্তার বিপুল পরিমাণ জলরাশি ধেয়ে আসছে উত্তরবঙ্গের দিকে। লাগাতার বৃষ্টি এবং ডিভিসির বিপুল পরিমাণ জল ছাড়ার কারণ এমনিতেই বাংলার সাত জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে সিকিমের এই অবস্থা পরিস্থিতি আরও জটিল করেছে। বিপদসীমার ওপর দিয়ে বইছে একাধিক নদীর জলস্তর। তাই ইতিমধ্যেই একগুচ্ছ নির্দেশ এসেছে নবান্ন থেকে। 

সকাল থেকেই বারবার সিকিম এবং উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে প্রতিনিধি পাঠিয়েছেন তিনি পরিস্থিতি খতিয়ে দেখার জন্যও। এছাড়াও একাধিক সিদ্ধান্ত তিনি নিয়েছে ভয়ানক এই পরিস্থিতি মোকাবিলায়। ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু হয়েছে বঙ্গে, যার টোল ফ্রি নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬, ১০৭০। এছাড়াও পর্যটন দফতরের অফিসে চালু কন্ট্রোল রুম। টোল ফ্রি নম্বর ১৮০০-২১২-১৬৫৫/ ৯০৫১৮৮৮১৭১। উদ্ধারকাজ এবং ত্রাণ শিবির চালুও করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারের সমস্ত কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। ত্রাণ শিবিরে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

উত্তরবঙ্গের একাধিক এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। সবমিলিয়ে এখনই ১৮টি কন্ট্রোল রুমের ফোন নম্বর সহ তথ্য জানানো হয়েছে। এও জানা গিয়েছে, আপাতত ৪টি ব্লকে ১৭টি ক্যাম্প রয়েছে, যাতে ৩ হাজার ২৮৮ জনকে উদ্ধার করে আনা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =