দেদার কোভিডবিধি ভঙ্গ রাতে, নৈশকার্ফু নিয়ে আরও কড়াকড়ি চায় নবান্ন

দেদার কোভিডবিধি ভঙ্গ রাতে, নৈশকার্ফু নিয়ে আরও কড়াকড়ি চায় নবান্ন

896e08c34c822075938615fe0f86a1af

কলকাতা: রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একাধিক নিয়মবিধি জারি করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে নাইট কার্ফু। তবে নিয়ম থাকলেও বিগত কয়েক দিনে রাজ্যের একাধিক জায়গায় রাতের বেলা করোনাভাইরাস নিয়মবিধি অমান্য করার ঘটনা ঘটেছে এবং যার ছবি, ভিডিও প্রকাশ্যে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলায় তো বটেই এমনকি শহর কলকাতাতেও করোনাভাইরাস নিয়ম বিধি লংঘন করার ঘটনা ঘটে গিয়েছে। এই প্রেক্ষিতে নাইট কার্ফু নিয়ে আরো বেশি কড়াকড়ি করতে চাইছে নবান্ন। 

সূত্রের খবর, জেলাগুলিতে রাতের বেলা নজরদারি বাড়ানোর জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই প্রয়োজন অনুযায়ী নির্দেশ দিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব এইচকে দ্বিবেদী। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কার্ফু জারি করেছে রাজ্য সরকার। জরুরী পরিষেবা ছাড়া এই সময় সাধারণ মানুষের বাইরে বেরোনো একেবারেই বন্ধ। কিন্তু বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় রাতের বেলা বহু মানুষ করোনাভাইরাস নিয়ম বিধি লঙ্ঘন করছেন। এমনকি রাত পর্যন্ত খোলা থাকছে অনেক বার এবং রেস্তোরাঁ। সেই প্রেক্ষিতেই নাইট কার্ফু আরো কড়া করার কথা ভাবছে নবান্ন।

আরও পড়ুন- নিশীথের নাম না করেই আক্রমণ ডেরেক ও’ব্রায়েনের, অশান্তি লোকসভাতেও

প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন ৬৫৭ জন, এই একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। আক্রান্ত নিরিখে আজও রাজ্যের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৮৪ জন। এদিকে সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে দার্জিলিং, সেখানে আক্রান্ত ৬৪ জন। সংক্রমণে তৃতীয় স্থানে উঠে এসেছে নদিয়া জেলা, সেখানে একদিনে আক্রান্ত হয়েছে ৪৯ জন। কলকাতার দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম। এদিন আক্রান্ত হয়েছে ৪৬ জন। সব মিলিয়ে রাজ্যের মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৪ হাজার ২৯৬ জন। এদিকে একদিনে ভাইরাসকে হারিয়ে ঘরে ফিরেছে ৮৭৫ জন। সবমিলিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৯৪ হাজার ৬৬৫ জন। রাজ্যের সুস্থতার হার এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ৯৮.০৫ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *