কলকাতা: বর্তমান কোভিড অতিমারি পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্য সরকার ন্যূনতম ১৪ বছর সংশোধনাগারে বন্দি রয়েছেন এমন ৬৩ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
রাজ্য দণ্ডনির্ধারণ পর্যালোচনা পর্ষদের সুপারিশ মেনে মানবিকতার কথা বিচার করে ৬০ বছরের বেশি বয়সী ৬১জন পুরুষ এবং ৫৫ বছরের বেশি বয়সী দুই জন মহিলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দেওয়া হবে বলে আজ নবান্ন থেকে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে৷ এই সংক্রান্ত যাবতীয় আইনি প্রক্রিয়া শেষ করেই তাদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে বলা হয়েছে৷