বন্ধ নবান্নে যুব মোর্চার অভিযান, প্রস্তুতি পুলিশ, লোকের অভাব বিজেপির!

বন্ধ নবান্নে যুব মোর্চার অভিযান, প্রস্তুতি পুলিশ, লোকের অভাব বিজেপির!

কলকাতা: রাজ্য সরকারি দফতরের সমস্ত শূন্যপদে কর্মী নিয়োগ ও বাংলার ‘গণতন্ত্র রক্ষা’র দাবিতে প্রায় দিন ২০ আগে থেকেই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল বিজেপির যুব মোর্চা৷ কিন্তু, অভিযানের শুরুতেই ঘটল বিপত্তি৷ বিশাল প্রচার সত্ত্বেও এখনও পর্যন্ত বিজেপির সদর কার্যালয়ে কর্মী-সমর্থকদের খুব একটা ভিড় নজরে আসেনি বঙ্গ বিজেপির নেতৃত্বের৷ আর তাতেই অভিযান শুরুর আগেই চিন্তা বেড়েছে বিজেপির নেতৃত্বের অন্দরে৷ শেষ মুহূর্তের বিজেপি শিবিরে অগোছালো পরিস্থিতি ধরা দিলেও সর্বশক্তি নিয়ে প্রস্তুত পুলিশ৷

জীবাণুমুক্ত করার কারণে এই সপ্তাহের মাঝামাঝি সময়ে দু’দিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে নবান্ন৷ নবান্ন বন্ধ থাকলেও বিজেপির যুব মোর্চার কর্মসূচি ঘিরে সর্বশক্তি নিয়ে প্রস্তুতি শুরু করেছে পুলিশ৷ জলকামান, টিয়ার গ্যাস, লাঠি, ব্যারিকেড সাজিয়ে তৈরি পুলিশ৷ নবান্নের চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে করা হয়েছে৷ কিন্তু পুলিশের তরফে প্রস্তুতি থাকলেও বিপরীত প্রান্তে মোর্চার কর্মী-সমর্থকের যথেষ্ট অভাব চোখে পড়ছে৷

যদিও সমর্থকদের হাজিরা কম থাকার পিছনে বেশ কিছু কারণ দেখিয়েছে বিজেপি৷ বঙ্গ বিজেপি নেতৃত্বের অভিযোগ, মোর্চার মিছিলের কারণে ‘ভয়’ পেয়ে গিয়েছে রাজ্য সরকার! ফলে, আগে থেকেই বন্ধ রাখা হয়েছে নবান্ন৷ কিন্তু, নবান্ন বন্ধ থাকলেও মোর্চা তাদের কর্মসূচি চালিয়ে যাবে৷ নবান্ন বন্ধ থাকার কারণে সর্মথকরা উৎসাহ হারিয়েছেন৷ এমনকি, জেলায় জেলায় কর্মীদের আটকে দেওয়া হয়েছে৷ গণপরিবহণ ব্যবস্থা ঠিকঠাক না থাকায় কর্মীদের পৌঁছতে সমস্যা হচ্ছে বলেও দাবি গেরুয়া শিবিরের৷ পথেই বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন বহু কর্মী৷ আর সেই কারণে কর্মী সংকট দেখা দিয়েছে বলে বিজেপি সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =