বাংলায় ফের বন্যার আশঙ্কা! জরুরি বৈঠক করল নবান্ন

কলকাতা: দক্ষিণবঙ্গের কিছু জেলায় টানা ৩ দিন একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে৷ থামার কোনও নাম নেই৷ যার জেরে এবার বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে৷ এই অবস্থায় মুখ্যসচিব…

WhatsApp Image 2024 08 03 at 6.00.35 PM

কলকাতা: দক্ষিণবঙ্গের কিছু জেলায় টানা ৩ দিন একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে৷ থামার কোনও নাম নেই৷ যার জেরে এবার বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে৷ এই অবস্থায় মুখ্যসচিব জেলাশাসকদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার দুপুরে জেলাশাসকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করে নবান্ন৷ সেখানে মুখ্যসচিব জেলাস্তরের পাশাপাশি মহকুমাস্তরেও কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং ত্রাণ সামগ্রী ও অন্যান্য জরুরি ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে এদিন দক্ষিণবঙ্গের চারটি জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও রয়েছে প্রবল বৃষ্টির পূর্বাভাস৷ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির কারণে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে। শনিবার সকাল থেকে ৪৮ হাজার কিউসেক হারে জল ছাড়ছে তারা। দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়তে শুরু করা হয়েছে, ফলে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকায় জলপ্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে।