কলকাতা: আর কয়েক সপ্তাহের অপেক্ষা। তারপরই চলতি বছর শেষ এবং নতুন বছরের আগমণ নিয়ে মাতামাতি। তার আগে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর চলে এল। এমনিতে একটা দুঃখ ছিল এই কারণে যে, এবার বড়দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর পড়েছে রবিবার। এতএব আলাদা ছুটির দিন পাওয়া যায়নি। তবে সেই দুঃখ ভুলিয়ে দিল বাংলার সরকার। কারণ বড়দিনের কারণে বাড়তি ছুটি ঘোষণা করা হয়েছে। এবার বড়দিনে টানা তিন দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন- বরানগর প্রতিবন্ধী হাসপাতালের হস্টেল থেকে উদ্ধার ডাক্তারি পড়ুয়ার দেহ, বিক্ষোভে পড়ুয়ারা
রাজ্য সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বড়দিনের পর ২৬ ডিসেম্বর অর্থাৎ সোমবারও ছুটি থাকবে রাজ্যে। তাই ২৪ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২৫ ডিসেম্বর রবিবারের জন্য ছুটি। তার আগের দিন ২৪ ডিসেম্বর শনিবার হওয়ার কারণে অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সোমবার ছুটি মেলার কারণে টানা ৩ দিন ছুটি পেয়ে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। নবান্নের বিবৃতি বলছে, আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলি ছাড়া রাজ্য সরকারের সব প্রতিষ্ঠান ২৬ ডিসেম্বর বন্ধ থাকবে।
বড়দিনের মতো ১ জানুয়ারিও পড়েছে রবিবার। সুতরাং বোঝাই যাচ্ছে, চলতি বছরের শেষ সপ্তাহটা অধিকাংশ মানুষের জন্য বেশ উপভোগ্য হতে চলেছে। যদিও যারা আপৎকালীন পরিষেবার সঙ্গে তাদের জন্য আলাদা কিছুই নেই। এই সময়টাও কাজ করতে হবে। তাই সুযোগ বুঝে তারাও সময় বের করে একটা ভ্রমণ পরিকল্পনা করে ফেলতেই পারে।