গণপিটুনিতে ক্ষতিগ্রস্তদের পরিবারকে চাকরি, বড় ঘোষণা নবান্নের

কলকাতা: গণপিটুনি নিয়ে কড়া পদক্ষেপের কথা বলল রাজ্য সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল নবান্ন। নবান্নের তরফে ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি…

কলকাতা: গণপিটুনি নিয়ে কড়া পদক্ষেপের কথা বলল রাজ্য সরকার। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করল নবান্ন। নবান্নের তরফে ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি ও ক্ষতিগ্রস্তদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতা ঘোষণা করা হয়েছে।

গত কয়েক দিনের মধ্যেই কখনও ছেলেধরা সন্দেহে, কখনও আবার চোর সন্দেহে রাজ্যে একাধিক ‘গণপিটুনি’র ঘটনা ঘটেছে। তাতে আক্রান্তের মৃত্যু পর্যন্তও হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা সরকারের নজরে এসেছে। এই আবহে পুলিশ প্রশাসনকে আরও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে। প্রত্যেকটি ঘটনা দুঃখজনক। প্রত্যেককে সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে কোনও আর্থিক ক্ষতিপূরণই যথেষ্ট নয়। ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। আর্থিকভাবে পাশে থাকতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।”

এপ্রসঙ্গে এডিজি আইনশৃঙ্খলা মনোজ বর্মা বলেন, “এসপি এবং সিপি সহ যত পুলিশ ইউনিট আছে কেউ আইন ভাঙলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *