কলকাতা: বিজেপির নবান্ন অভিযান ঘিরে যে ধুন্ধুমার পরিস্থিতি তার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। বিজেপি মনোভাবাপন্ন আইনজীবীরা প্রধান বিচারপতির দ্বারস্থ হন। যদিও মামলা দায়ের করা না হলে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয় বলে বিজেপি আইনজীবীদের জানিয়েছেন প্রধান বিচারপতি। জানা গিয়েছে, বিজেপির আবেদনের ভিত্তিতে আজ বিকেল পাঁচটায় মামলা শুনবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- শুভেন্দু-লকেটকে ভ্যানে তুলল পুলিশ, সাঁতরাগাছি যাওয়ার আগেই আটক রাহুলও
এদিন বিজেপি আইনজীবীর উদ্দেশ্য প্রধান বিচারপতি প্রশ্ন করেন, আপনারা মামলা ফাইল করেছেন? বিজেপি আইনজীবী সুবীর সন্যাল জানান, বিজেপির শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আক্রমণ করা হয়েছে। মহিলা কর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। বিরোধী দলনেতা, মহিলা নেত্রীকে আটক করা হয়েছে। এমন নেতাকে পুলিশ ঘটনাস্থলে গ্রেফতার করেছে যে হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, বলে অভিযোগ বিজেপি আইনজীবীদের। সেই প্রেক্ষিতেই বিচারপতির বক্তব্য, মামলা দায়ের করা না হলে এই মামলায় কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়।