ফের রথযাত্রার আবেদন নিয়ে নবান্নে বিজেপির প্রতিনিধি দল

কলকাতা: দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেয়ে সংক্ষিপ্ত রথযাত্রার আবেদন জানিয়ে নবান্নে যাচ্ছে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল৷ বিজেপি সূত্রে খবর, ৪২ দিনের কর্মসূচির পরিবর্তে ১০ দিনে নামানো হয়েছে রথযাত্রা৷ বিজেপির তরফে নতুন সূচি চূড়ান্ত করে অনুমতি চাইতে নবান্নে যাচ্ছে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল৷ মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আইন-শৃঙ্খলার কারণে বিজেপির ৪২

ফের রথযাত্রার আবেদন নিয়ে নবান্নে বিজেপির প্রতিনিধি দল

কলকাতা: দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেয়ে সংক্ষিপ্ত রথযাত্রার আবেদন জানিয়ে নবান্নে যাচ্ছে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল৷ বিজেপি সূত্রে খবর, ৪২ দিনের কর্মসূচির পরিবর্তে ১০ দিনে নামানো হয়েছে রথযাত্রা৷ বিজেপির তরফে নতুন সূচি চূড়ান্ত করে অনুমতি চাইতে নবান্নে যাচ্ছে বঙ্গ বিজেপির প্রতিনিধি দল৷

মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, আইন-শৃঙ্খলার কারণে বিজেপির ৪২ দিনের রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না৷ আইন-শৃঙ্খলার কারণে দেখানোর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার থাকার কারণ দেখিয়ে বাতিল করা হয় কর্মসূচি৷ পরে, বিজেপি সংক্ষিপ্ত কর্মসূচি রাজ্যকে জানানোর প্রস্তাবও দেয় আদালত৷ পাশাপাশি অনুমতি সাপেক্ষে মিটিং-মিছিল করা যাবে বলেও জানিয়ে দেয় আদালত৷ সুপ্রিম কোর্টে ৪২ দিনের রথযাত্রার কর্মসূচি বাতিল করে ১০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব৷ নতুন কর্মসূচি ঘোষণা করে আজ, নবান্নে অনুমতির জন্য আবেদন করেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা৷ তবে, নতুন কর্মসূচি আদৌ রাজ্যের তরফে মান্যতা দেওয়া হবে কি না, তা এখনও জানা যায়নি৷ কেননা, বিজেপির রথযাত্রা নিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 6 =