বনধে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে গুচ্ছ নির্দেশ পাঠাল নবান্ন

কলকাতা: বাম শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনের ধর্মঘটের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ পাঠাল নবান্ন৷ অফিস যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখতে প্রতিটি স্টেশনে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি নিপারত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যবাসীর নিপাত্তায় কোনও রকম ফাঁক থাকবে না তার ব্যবস্থাও করছে৷ বনধ মোকাবিলায়

বনধে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে গুচ্ছ নির্দেশ পাঠাল নবান্ন

কলকাতা: বাম শ্রমিক সংগঠনের ডাকা দু’দিনের ধর্মঘটের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ পাঠাল নবান্ন৷ অফিস যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখতে প্রতিটি স্টেশনে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি নিপারত্তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে৷ রাজ্যবাসীর নিপাত্তায় কোনও রকম ফাঁক থাকবে না তার ব্যবস্থাও করছে৷

বনধ মোকাবিলায় ইতিমধ্যেই গুচ্ছ পরিকল্পনা সেরে ফেলল রাজ্যের পরিবহণ দপ্তর। বাড়তি বাস, ভেসেল, ট্রাম চালানোর সঙ্গে থাকছে বিশেষ কন্ট্রোল রুম। ধর্মঘটে রাস্তায় কোনও গাড়ি ক্ষতি হলে মিলবে ক্ষতিপূরণও। পরিবহণ তথা পরিবেশমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় এক সাংবাদিক বৈঠকে বললেন, ধর্মঘট এখন ভোঁতা অস্ত্র। এর আগে মানুষ ধর্মঘট প্রত্যাখ্যান করেছে। এবারও একই ঘটনা ঘটবে। মানুষ যাতে রাস্তায় সুষ্ঠুভাবে যেতে পারে, তার জন্য বাড়তি বাস চালানো হবে।

রাজ্যে তিনটি সরকারি নিগম মিলিয়ে প্রতিদিন ২২৬১টি বাস চলে। সেই জায়গায় ধর্মঘটের দিনগুলিতে আরও ৫০০টি করে অতিরিক্ত বাস চালানো হবে। তার বাইরেও বিভিন্ন ডিপোয় বাস মজুত থাকবে। দরকার হলে তা পাঠানো হবে।চালু থাকবে দু’টি হেল্পলাইন। একটি হোয়াটসঅ্যাপ নম্বর হল ৮৯০২০১৭১৯১। অপর টোল ফ্রি নম্বরটি হল ১৮০০৩৪৫৫১৯২। এদিকে, শুভেন্দুবাবু আরও জানান, বকেয়া রোড ট্যাক্স জমা দিলে জরিমানায় ছাড় দেওয়ার যে প্রকল্প চালু হয়েছে, তাতে ইতিমধ্যেই ২০ হাজার গাড়ির মালিক সাড়া দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =