দুর্যোগের শঙ্কায় পুজোর ছুটি বাতিলের ঘোষণা নবান্নের

কলকাতা: পুজো এবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে৷ নবমী-দশমী বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ আর এই পূর্বাভাসের জেরে এবার জেলাশাসক ও বেশ কিছু বিডিও’র পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷ বাংলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখে সমস্ত জেলা শাসকের

দুর্যোগের শঙ্কায় পুজোর ছুটি বাতিলের ঘোষণা নবান্নের

কলকাতা: পুজো এবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত পূর্বাভাস আগেই দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ অষ্টমী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে৷ নবমী-দশমী বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর৷ আর এই পূর্বাভাসের জেরে এবার জেলাশাসক ও বেশ কিছু বিডিও’র পুজোর ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নবান্ন৷

বাংলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখে সমস্ত জেলা শাসকের ছুটি বাতিল করে পরিস্থিতির দিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে৷ পরিস্থিতি বেগতিক হয়ে ওঠার আগে সতর্কতামূলক ব্যবস্থা নিতেও বলা হয়েছে নবান্নের তরফে৷ ইতিমধ্যেই বেশ কিছু নদীর জল বেড়ে গিয়েছে৷ মালদহ, মুর্শিদাবাদ ও হাওড়ার বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ আর তার জেরেই গোটা পরিস্থিতির ওপর বাড়তি নজরদারি রাখতে জেলা প্রশাসকদের নজর রাখতে রাখতে বলা হয়েছে৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠিয়ে দিয়েছেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব রাজীব সিনহা৷

ইতিমধ্যেই মালদহ থেকে শুরু করে মুর্শিদাবাদ ও হাওড়া জেলার জেলাশাসক বন্যা পরিস্থিতির উপর কড়া নজর রাখতে নির্দেশ পাঠানো হয়েছে৷ পরিস্থিতি দেখে মালদহের ১১টি ব্লকের রিপোর্ট নবান্নে পাঠাতে বলা হয়েছে৷ একইসঙ্গে বন্যাকবলিত এলাকার মানুষদের যথাযথভাবে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতেও দেওয়া হয়েছে নির্দেশ৷ বন্যা পরিস্থিতি ছাড়াও সমস্ত জেলাশাসকদের আলাদা করে পুজো নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে৷ যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *