সেদিন সেমিনার ঘর খুলেছিলেন কে? প্রশ্ন ঘুরে ধোঁয়াশা আরজি করের অন্দরে

কলকাতা: আরজি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ অপরাধীদের ধরতে কলকাতা পুলিশের হাত থেকে মামলা গিয়েছে সিবিআই-এর হাতে৷ কিন্তু এরই মাঝে একটি প্রশ্ন মাথাচারা দিয়েছে, ঘটনার দিন বন্ধ…

R G kar p

কলকাতা: আরজি কর-কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ অপরাধীদের ধরতে কলকাতা পুলিশের হাত থেকে মামলা গিয়েছে সিবিআই-এর হাতে৷ কিন্তু এরই মাঝে একটি প্রশ্ন মাথাচারা দিয়েছে, ঘটনার দিন বন্ধ সেমিনার রুমের তালা খুলেছিলেন কে? প্রতিদিনের মতো ওই দিনও বিকেলে ক্লাস শেষ হওয়ার পর চারতলার পালমোনারি মেডিসিন বিভাগের সেমিনার রুমে তালা ঝোলানো হয়েছিল। নিয়মমাফিক চাবি রাখা হয়েছিল কর্তব্যরত সিস্টার ইন-চার্জের কাছে। তাঁর কাথ থেকে চাবি নিয়ে কে ঘর খুলল? সেই উত্তর এখনও মেলেনি।

 

আন্দোলনকারী আবাসিক চিকিৎসকরা সাফ জানিয়েছেন, ‘‘ যতক্ষণ না সমস্ত ধোঁয়াশা কাটছে, ততক্ষণ আন্দোলন চলবে।’’ বৃহস্পতিবার সকালে হাসপাতালের পালমোনারি মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক অরুণাভ দত্তচৌধুরী জানান, ৮ অগাস্ট বিকেল চারটে পর্যন্ত ওই সেমিনার রুমে ক্লাস হয়। তার পরেই ঘর বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিনের মতো ওই দিনও তালাবন্ধ করার পর চাবি রাখা হয় ওয়ার্ডের সিস্টার ইন-চার্জের কাছে। তাঁর থেকে কে বা কারা চাবি নিয়ে ঘর খুলল, সেটা বলতে পারব না।’’ ওই সেমিনার রুমে রাতে কর্তব্যরত চিকিৎসকেরা থাকতেন কিনা, সে বিষয়েও কোনও তথ্য দিতে পারেননি ড.অরুণাভ৷

হাসপাতাল সূত্রে খবর, সিস্টার ইন-চার্জের কাছে একটি বাক্সের মধ্যে ওই চাবি থাকে। চিকিৎসকেরা চাবি নিলে জানিয়ে দেন৷ ফেরত দেওয়ার সময়েও জানিয়ে বাক্সে চাবি রেখে যান। ফলে কোনও বহিরাগত চাবি নেননি৷ তবে কে চাবি নিয়েছিলেন, তা তিনি জানেন না বলে বলেই দাবি নার্সিং সুপার কৃষ্ণা সাহার৷