Aajbikel

৩৩২ পাতার ডায়েরির ১৯৯ নম্বর পৃষ্ঠা জুড়ে এত স্বাক্ষর কাদের? যাদবপুর-কাণ্ডে ঘনাচ্ছে রহস্য

 | 
যাদবপুর

কলকাতা: যাদবপুর-কাণ্ডের তদন্তে নেমে মেন হস্টেল থেকে উদ্ধার হয় একটি ডায়েরি৷ সেই ডায়েরিকে কেন্দ্র করেই ঘনাচ্ছে রহস্য৷ ওই ডায়েরির একটি পাতাতেই স্টুডেন্ট অফ ডিনের উদ্দেশে লেখা ছিল একটি চিঠি৷ সেই হাতের লেখা মৃত ছাত্রের কি না, স্বাক্ষরই বা তার নাকি, তা নিয়ে এখনও জানা যায়নি৷ এরই মধ্যে ওই ডায়েরিরই একটি পাতা জুড়ে রয়েছে একাধিক স্বাক্ষর৷  পুলিশ সূত্রে খবর, সেই স্বাক্ষর মৃত ছাত্রের নামেই। কিন্তু সেটা দেখলে বোঝা যায়, কেউ যেন সেই স্বাক্ষর অনুশীলন করেছে। আর এখানেই ঘনাচ্ছে রহস্য৷

মেন হস্টেল থেকে যে ডায়েরিটি উদ্ধার হয়েছে, সেটি মোট ৩৩২ পাতার। ওই ডায়েরির ১৯৯ নম্বর পাতাজুড়ে রয়েছে অসংখ্য স্বাক্ষর৷ তদন্তকারীদের অনুমান, এই স্বাক্ষরগুলি ভুয়ো। কেউ নিহত ছাত্রের সাক্ষর অনুশীলন করেছেন। তদন্তকারীদের প্রশ্ন, তবে কি কেউ বা কারা মৃত ছাত্রের স্বাক্ষর নকল করার চেষ্টা করেছিলেন? তেমনটা যদি হয়েও থাকে, তাহলে কেন? কীসের প্রয়োজনে?

হোস্টের থেকে উদ্ধার হওয়া এই ডায়েরির পাতায় বেশ কিছু রহস্য লুকিয়ে রয়েছে। যার মধ্যে একটি হল ডিনকে উদ্দেশ্য করে লেখা চিঠি। অন্যটি হল পাতাজুড়ে একাধিক স্বাক্ষর। উদ্ধার হওয়া ডায়েরির পাতা থেকে এই সব প্রশ্নের উত্তর খুঁজতে চাইছেন তদন্তকারীরা৷ ওই ছাত্রের স্বাক্ষরের নমুনাই বা অপরাধীরা কোথা থেকে পেল, তা নিয়েও প্রশ্ন রয়েছে৷ পাতাজুড় ছড়িয়ে থাকা স্বাক্ষরগুলি ছাত্রের মৃত্যুর আগে না তার মৃত্যুর পরে? সেটাও ভাবাচ্ছে তদন্তকারীদের৷ ধৃতদের জেরা করে ডায়েরির রহস্যের সমাধানের চেষ্টা করছে পুলিশ৷ 

Around The Web

Trending News

You May like