কলকাতা: আর কয়েক সপ্তাহ পরেই বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে দলবদলের আবহে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ একে একে অনেক তাবড় নেতা এবং মন্ত্রী চলে গিয়েছে বিজেপিতে। এখনো ধোঁয়াশা রয়েছে কয়েকজনকে নিয়ে। এবার তৃণমূল কংগ্রেসের সাংসদ শতাব্দী রায়কে নিয়ে জল্পনা তীব্র হল। ‘শতাব্দী রায় ফ্যান্স ক্লাব’-এর পোস্ট ঘিরে বিস্তর জল্পনা সৃষ্টি হয়েছে। তাহলে কি তৃণমূল কংগ্রেসে অসন্তুষ্ট শতাব্দী নিজেও?
ফেসবুকে ‘শতাব্দী রায় ফ্যান্স ক্লাব’ পেজের তরফে পোস্ট করা হয়েছে, ” ২০২১ খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিয়মিত নিবিড় যোগাযোগ। কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাঁদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই। আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে। কিন্তু মনে হয় কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না। না জানলে আমি যাব কী করে? এ নিয়ে আমারও মানসিক কষ্ট হয়। গত দশ বছরে আমি আমার বাড়ির থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। ২০০৯ সাল থেকে আপনারা আমাকে সমর্থন করে লোকসভায় পাঠিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাব। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবেই বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমিও আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব। যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী ১৬ জানুয়ারি ২০২১, শনিবার দুপুর দুটোয় জানাব৷” অর্থাৎ এই পোষ্ট যদি সত্যি হয় তাহলে আগামী শনিবার আরো বড় মাপের খবর অপেক্ষা করছে বাংলার রাজনৈতিক মহলের জন্য। তবে ওই পেজটি শতাব্দী রায়ের কি না, নাকি অন্য কেউ তাঁর নামে পোস্ট করেছেন, তা জানা সম্ভব হয়নি। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।
বীরভূমে আমার নির্বাচন কেন্দ্রের মানুষের প্রতি- 2021 খুব ভালো কাটুক। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।এলাকার সঙ্গে আমার নিয়মিত…
Posted by Satabdi Roy Fans’ Club on Thursday, 14 January 2021
সম্প্রতি দলবদল না করলেও হাওড়ার তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সদ্য মন্ত্রী পদ ত্যাগ করা লক্ষ্মীরতন শুক্লা, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া সহ একাধিক তৃণমূল কংগ্রেসের সদস্যকে নিয়ে টানাপোড়েন চলছে। অন্যদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে প্রসূন বন্দ্যোপাধ্যায়ও বিজেপিতে যোগদান করতে চলেছেন। সব মিলিয়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার সাংসদ শতাব্দী রায়কে ঘিরে এই পোস্ট যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।