Aajbikel

SSKM হস্টেলে নার্সিং পড়ুয়ার রহস্যমৃত্যু, দরজা ভেঙে দেহ উদ্ধার করল পুলিশ

 | 
এসএসকেএম

কলকাতা: যাদরপুরে ছাত্রের রহস্যমৃত্যুর কিনার হওয়ার আগেই এসএসকেএম হাসপাতালের হস্টেলের শৌচালয় থেকে উদ্ধার হল এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ৷ বৃহস্পতিবার সকালে এসএসকেএম হাসপাতালের লিটন হস্টেল থেকে ওই নার্সিংয়ের পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে। শৌচাগারের দরজা দীর্ঘ সময় ভিতর থেকে বন্ধ থাকায় অন্য পড়ুয়ারা হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ওই পড়ুয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এসএসকেএম সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম সুতপা কর্মকার। বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে৷ তিনি নার্সিংয়ের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমেস্টারের পড়ুয়া ছিলেন৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যাই করেছেন ওই তরুণী৷ তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। খবর পেয়েই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ)-এর নেতৃত্বে একটি দল এদিন এসএসকেএম-এর গার্লস হোস্টেলে পৌঁছয়৷ তারা ঘটনাস্থল থেকে নানা তথ্যপ্রমাণ সংগ্রহ করে। ওই পড়ুয়ার সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর সম্ভাব্য কারণ জানার চেষ্টা করবে পুলিশ৷ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও তদন্তকারী অফিসাররা কথা বলবেন। 

Around The Web

Trending News

You May like