আমার ধর্ম, অধিকার কেড়ে নিও না! গণতন্ত্র বাঁচাতে বার্তা জয়ার

আমার ধর্ম, অধিকার কেড়ে নিও না! গণতন্ত্র বাঁচাতে বার্তা জয়ার

কলকাতা: যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে শুধুমাত্র হিন্দু এবং মুসলিম নিয়ে মন্তব্য করছে বিজেপি, এমন মন্তব্য করা হচ্ছে বিরোধী শিবিরের পক্ষ থেকে। এর পাশাপাশি রয়েছে নাগরিকত্ব ইস্যু এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মতো বিস্ফোরক অভিযোগ। সেই ইস্যুতেই তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে বাংলায় এসে প্রথম সাংবাদিক বৈঠক করে গণতন্ত্রকে এক হবার বার্তা দিলেন সমাজবাদী পার্টির নেত্রী তথা স্বনামধন্য অভিনেত্রী জয়া বচ্চন। তিনি বললেন, ধর্ম এবং অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা যেন কেউ না করে, কখনো না করে!

জয়া মন্তব্য করেন, “আমার ধর্ম কেড়ে নিও না, আমার গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিও না। কখনো না।” তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় একা একজন মহিলা হিসেবে সবার অধিকারের জন্য লড়াই করছেন। সেই কারণেই তিনি বাংলায় এসেছেন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে। তিনি আরো বলছেন, যখন তিনি ‘আমার’ শব্দ উচ্চারণ করছেন তখন তিনি শুধুমাত্র নিজের কথা বলছেন না, প্রত্যেক মানুষের কথা বলছেন। এই অধিকারের জন্য লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, করে চলেছেন অনেকদিন ধরেই। তাই তাঁর জন্য এবং তাঁকে সম্মান জানিয়ে তিনি এখানে এসেছেন বলে জানিয়েছেন সমাজবাদী পার্টির নেত্রী। পাশাপাশি তিনি এও দাবি করেছেন, বাংলা যে গোটা দেশ এবং বিশ্বের আগে ভাবে সেটা সবাই জানেন। কারণ এটা শুধুমাত্র তাঁর কথা নয়, অনেক বড় বড় ব্যক্তিরা একই কথা বলেছেন।

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি মন্তব্য করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ভেঙেছে, পা ভেঙেছে কিন্তু ওরা তাঁর মন এবং আত্মবিশ্বাস ভাঙতে পারেনি। তিনি বাংলায় তৃণমূল কংগ্রেসের প্রচার করতে এসেছেন কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন। জয়ার কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় একা সবার বিরুদ্ধে লড়াই করে পশ্চিমবঙ্গকে বিশ্বের সেরা বানাতে চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে থাকেন তাহলে বাংলার এখন যা উন্নতি হয়েছে তার থেকে অনেক বেশি উন্নতি হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =