কলকাতা: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি (৭৫)। সোমবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিরানা ও রামপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির শিক্ষক ছিলেন। তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০১৪ সালে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করা হয়েছিল। তাঁর প্রয়াণ সঙ্গীত জগতের কাছে এক বড় ক্ষতি’।
সঙ্গীত শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ির জীবনাবসান, শোকপ্রকাশ মমতার
কলকাতা: দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ি (৭৫)। সোমবার সকালে শহরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিরানা ও রামপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত অরুণ ভাদুড়ির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির শিক্ষক ছিলেন। তাঁকে