হাওড়া: উন্নয়ন প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী। উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গ থেকে এগিয়ে বিহার বলে দাবি করেছেন তিনি। রবিবার হাওড়ার জনসভায় সুশীল মোদী বলেন, রাজ্যে জরুরি অবস্থা জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তিন বিধায়ককে দেখে ভয় পেয়ে ব্রিগেড সমাবেশ করলেন মমতা। রাজ্য থেকে তৃণমূল সরকার উৎখাতের ডাক দেয় সুশীল মোদী৷
এদিনের সমাবেশে সুশীল মোদী ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা সহ বিশিষ্ট বিজেপি নেতৃত্ব। সুশীল মোদী আরও বলেন, লালুপ্রসাদ যাদবের সময়ে বিহারে সন্ত্রাস চলত। কিন্তু পঞ্চায়েত ভোটে এবার ওখানে কোনও হিংসার ঘটনা ঘটেনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ”মানুষের উপরে আর ভরসা নেই তৃণমূলের৷ তাই ভোট করানোর সাহস দেখাতে পারছেন না৷ কেন্দ্রীয় প্রকল্পগুলি নিজের নামে চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে প্রকল্পে এমনটা করতে পারছেন না, সেই প্রকল্প আটকে দিচ্ছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে বাধা দিয়েছে রাজ্য সরকার। বাংলার মানুষকে এই প্রকল্প থেকে বঞ্চিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷”