করোনা সংক্রমণে মুর্শিদাবাদে যুবকের মৃত্যু? অবশেষে জানা গেল মৃত্যুর কারণ!

করোনা সংক্রমণে মুর্শিদাবাদে যুবকের মৃত্যু? অবশেষে জানা গেল মৃত্যুর কারণ!

বহরমপুর: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হল করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি থাকা যুবকের৷ জানা গিয়েছে মৃতের নাম জিনারুল শেখ৷ বয়স ২৭ বছর৷ ওই যুবক শনিবার রাতে সৌদি আরব থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন৷ জ্বর, কাশি নিয়ে মুর্শিদাব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি৷ কিন্তু, কী কারণে তাঁর মৃত্যু? অবেশেষে জানা গিয়েছে সেই তথ্য৷

নোবেল করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়নি মুর্শিদাবাদের বাসিন্দা যুবকের৷ বেলেঘাটা নাইসেডে ওই যুবকের লালারসের নমুনা পরীক্ষার পর এমনই তথ্য উঠে এসেছে৷ জানা গিয়েছে, ওই যুবকের মৃত্যু পর গতকাল গভীর রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কেলেজ থেকে ওই যুবকের লালারসের নমুনা বেলেঘাটা নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়৷ আজ সকালে সেই রিপোর্ট এসে৷ রিপোর্টে সাফ উল্লেখ করা হয়েছে, মৃত ওই যুবক নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না৷ তাঁর লালায় ভাইরাসের কোনো সংক্রমণ উল্লেখ পাওয়া যায়নি৷ বেলেঘাটা নাইসেডের তরফে মৃত ওই যুবকের রিপোর্ট মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে৷

জানা গিয়েছে, ওই যুবক অনিয়ন্ত্রিত ডায়াবেটিসেও ভুগছিলেন৷ কয়েকটি উপসর্গ দেখে চিকিৎসকরা করোনা সন্দেহে আইসোলেশনে ওয়ার্ডে রেখার পরামর্শ দেন৷ পরে তাঁর মৃত্যু হয়৷ মৃত ওই যুবক করোনা আক্রান্ত কিনা তা জানার জন্য থুতুর নমুনা সংগ্রহ করা হয়৷ পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷ অবেশেষে সেই রিপোর্টে বড়সড় স্বস্তি পেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ৷ ো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =