সুব্রতর সঙ্গে রোম্যান্টিক দৃশ্য ঝড় তুলেছিল বঙ্গ জীবনে, প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ মুনমুন

সুব্রতর সঙ্গে রোম্যান্টিক দৃশ্য ঝড় তুলেছিল বঙ্গ জীবনে, প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরুদ্ধ মুনমুন

কলকাতা: সকলকে চিরবিদায় জানিয়ে শুক্রবার পঞ্চভূতে বিলীন হয়ে গিয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজ্য রাজনীতিতে৷ প্রিয় বন্ধুকে হারিয়ে মন ভারাক্রান্ত মুনমুন সেনের৷ রবীন্দ্র সদনে শায়িত বন্ধুর মাথায় হাত বুলিয়ে চিরবিদায় জানালেন অভিনেত্রী৷ পুরনো কথা মনে পড়তেই গলা বুজে এল তাঁর৷ 

আরও পড়ুন- ভাইফোঁটার বাজার ধরতে এল ইমিউনিটি সন্দেশ

এক সঙ্গে রাজনীতি থেকে অভিনয়৷ পুলের জলে সুইমিং কস্টিউম পরে মুনমুন সুব্রতর রোমান্টিক দৃশ্য ঝড় তুলেছিল বঙ্গ জীবনে৷ তবে সব কিছুর উপরে ছিল বন্ধুত্ব৷ এদিন মুনমুন বলেন, ‘‘আমার প্রিয় বন্ধু চলে গেল৷ অনেক কালের বন্ধু৷ সব সময় হাসিমুখে দেখেছি৷ আজ সেই হাসিটা আর দেখলাম না৷’’  রাজনীতিবিদ বদলে যা বোঝায় সুব্রত মুখোপাধ্যায় ছিলেন সেটাই৷ ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি৷ কেতাদুরস্ত পোশাকের পিছনে মানুষটাও ছিলেন আপাদমস্তক রাজনীতিবিদ৷ ছাত্র নেতা থেকে দক্ষ প্রশাসক৷ মন্ত্রী থেকে সফল রাজনীতিবিদ৷ 

তবে অনেকেই হয়তো জানেন না রাজনীতির পাশাপাশি অভিনেতা সত্ত্বাও ছিল তাঁর৷ আটের দশকের শেষে ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’-এ হিরোর চরিত্রে অভিনয় করেছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ বিপরীতে ছিলেন মুনমুন সেন৷  ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’-এর ১৪টি পর্ব দেখানোর পরই দূরদর্শনে সম্প্রচার বন্ধ হয়ে যায়৷ তবে সুইমিং পুলে মুনমুন সুব্রতর রোম্যান্টিক দৃশ্য বঙ্গ জীবনে ঝড় তুলেছিল৷ 

শুক্রবার সকাল ১০ টার সময় রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ৷ দুপুর ২টো পর্যন্ত সেখানেই শায়িত রাখা হয়েছিল তাঁকে৷ সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷ দুপুরের দিকে আসেন মুনমুন সেন৷ পরনে ছিল সাদা শাড়ি, সাদা ব্লাউজ৷ প্রথমে সুব্রতর পায়ের কাছে এসে কিছুক্ষণ দাঁড়ান তিনি৷ তার পর ভিড় ঠেলে পৌঁছন মাথার কাছে৷ আবারও তাঁর দিকে একদৃষ্টে তাকিয়ে থমকে দাঁড়ালেন৷ তার পর সামনে ঝুঁকে হাত রাখেন সুব্রতর কপালে৷ শেষ বারের মতো প্রিয় বন্ধুকে ছুঁয়ে দেখা৷ মাথায় হাত বুলিয়ে দু’হাত জোড় করে নমস্কার করলেন তিনি৷ 

২০১৪ সালে লোকসভা ভোটে তৃণণূলের প্রার্থী হন মুনমুন সেন৷ সেই সময় মুনমুনের হয়ে প্রচারে গিয়েছিলেন সুব্রত৷ আবার ২০১৯ সালে লোকসভা ভোটে সেই বাঁকুড়াতেই প্রার্থী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ তবে জিততে পারেননি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *