বন্ধু সুব্রতর মাথায় হাত বুলিয়ে শেষ বিদায় জানালেন ‘প্রথম নায়িকা’ মুনমুন

বন্ধু সুব্রতর মাথায় হাত বুলিয়ে শেষ বিদায় জানালেন ‘প্রথম নায়িকা’ মুনমুন

কলকাতা:  সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক তাঁর৷ অনেকেই জানেন না, অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী৷ আর দূরদর্শনে সুব্রতর প্রথম ধারাবাহিক  ‘চৌধুরী ফার্মাসিউটিক্যালস’-এ তাঁর বিপরীতে ছিলেন মুনমুন সেন৷ ছোট পর্দায় সুচিত্রা-কন্যার প্রথম হিরো সুব্রতই৷ আজ শেষ বেলায় বন্ধু সুব্রতর মাথায় হাত বুলিয়ে তাঁকে বিদায় জানালেন মুনমুন৷ সুব্রতর মাথায় হাত দিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেও দেখা গেল তাঁকে৷ তার পর হাত জোড় করে তাঁকে প্রাণাম জানালেন তিনি৷ 

আরও পড়ুন- সুব্রত সকলের সঙ্গে সম্পর্ক রাখতেন, একবার যাত্রা দেখার টিকিটও পাঠিয়েছিলেন, স্মৃতিচারণ বিমানের

আজ সকাল ১০টা নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় সুব্রত মুখোপাধ্যায়ের নিথর দেহ৷ দলমত নির্বিশেষে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন৷ প্রিয় নেতার এক ঝলক পেতে ভিড় জমান সাধারণ মানুষও৷ সাদা শাড়ি আর হাতে সাদা ফুলের তোড়া নিয়ে বন্ধুকে শেষবার দেখার জন্য আসেন মুনমুন সেন৷ মাথায় হাত বুলিয়ে তাঁর পাশে এসে দাঁড়ান তিনি৷ 

গত ২৪ অক্টোবর স্বাস্থ্যপরীক্ষা করাতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়৷ সেই সময় চিকিৎসকরা তাঁকে ভর্ত হওয়ার পরামর্শ দেন৷ এর পর তাঁর বুকে দুটি স্টেন্টও বসানো হয়৷ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ করেই স্বাস্থ্যের অবনতি হয়৷ আক্রান্ত হন স্টেন্ট থ্রম্বোসিসে৷ তড়িঘড়ি আইসিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই এসএসকেএম-এ যান মুখ্যমন্ত্রী। রাত ৯টা ২২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =