করোনা পরিস্থিতিতে পিছনো হোক চার পুরনিগমের ভোট, আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

করোনা পরিস্থিতিতে পিছনো হোক চার পুরনিগমের ভোট, আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

কলকাতা:  চোখ রাঙাচ্ছে ওমিক্রন৷ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলা বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ এবার রাজ্যের চারটি পুরনিগমে নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল উচ্চ আদালতে৷  বুধবার এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য৷ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন- একদিনে আক্রান্ত ১৯৮! পরিষেবা চালু রাখতে কালঘাম ছুটছে NRS-এর

রাজ্যে ক্রমেই যেন জাঁকিয়ে বসেছে করোনা৷ মঙ্গলবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ৯ হাজারে পৌঁছে গিয়েছে৷ এই প্রেক্ষিতে ভোট হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে৷ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চার কর্পোরেশনের ভোট স্থগিত করা হোক৷ এই আর্জি জানিয়েই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে৷ রাজ্য নির্বাচন কমিশন যখন নিরাপত্তা নিয়ে বৈঠক করতে চলেছে, তখন এই জনস্বার্থ মামলা তাঁদের চাপে ফেলল বলেই মনে করা হচ্ছে৷ বিমলবাবুর দায়ের করা জনস্বার্থ মামলায় ভোট নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কমিশন৷ 

কলকাতা পুরভোটের সময় পরিস্থিতি এতটা উদ্বেগজনক ছিল না। কিন্তু চার পুরনিগমের নির্বাচনের ঠিক আগে মারাত্মক রূপ ধারণ করেছে করোনাভাইরাস৷ ফলে আগামী ২২ জানুয়ারি চার পুরনিগমের ভোট হলে সংক্রমণের আশঙ্কা আরও বাড়বে৷ কমিশন ২২ জানুয়ারি ভোট দিনক্ষণ চূড়ান্ত করলেও জনস্বার্থ মামলার ধাক্কায় শেষ পর্যন্ত ভোট হয় কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে৷ 

১৯ ডিসেম্বর কলকাতা পুরভোট অনুষ্ঠিত হয়৷ তখনও একটা করোনার বাড়বাড়ন্ত ছিল না৷ কোভিড বিধি মেনে ঠিক মতোই সম্পন্ন হয়েছে নির্বাচন৷ তবে বাকি পুরসভাগুলিতে ভোট উপলক্ষ্যে কোভিড বিধি লঙ্ঘন করা হলে, সভা বাতিল, জরিমানার মতো শাস্তির ব্যবস্থা করা হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 10 =