জাতীয় সঙ্গীত অবমাননা করেননি! মমতাকে স্বস্তি দিল মুম্বইয়ের আদালত

জাতীয় সঙ্গীত অবমাননা করেননি! মমতাকে স্বস্তি দিল মুম্বইয়ের আদালত

cm-announces-salary-hike-for-bengal-anganwadi-workers

mumbai

কলকাতা: জাতীয় সঙ্গীতের অবমাননা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে কিঞ্চিৎ স্বস্তি আগেই পেয়েছিলেন তিনি। এবার মুম্বইয়ের মাঝেগাঁও নগর দায়রা আদালত অবমাননার মামলা খারিজই করে দিল। এতএব এই মামলায় এতদিন পর বড় স্বস্তি পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। 

আদালত তার রায় দিয়ে জানিয়েছে, মুম্বইয়ের একটি কর্মসূচিতে মমতা জাতীয় সঙ্গীত গাননি। আবৃত্তি করেছিলেন। আর জাতীয় সঙ্গীত গাওয়া এবং আবৃত্তি করা এক বিষয় নয়। তাই তাঁকে জাতীয় সঙ্গীত অবমাননায় অভিযুক্ত করা যায় না। এই পরিপ্রেক্ষিতেই বিজেপির এক নেতার তাঁর বিরুদ্ধে দায়ের করা জাতীয় সঙ্গীত অবমাননার মামলা খারিজ হয়ে গেল। মুম্বইয়ের ওই অনুষ্ঠানের ভিডিয়ো পরীক্ষা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আদালত। 

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে মুম্বই সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট পরিজনদের মুখোমুখি হন তিনি এবং আলোচনায় যোগ দেন। কিন্তু ওই অনুষ্ঠানেই মমতার বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করেও হঠাৎ কয়েকটি লাইন উচ্চারণের পর থেমে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =