ধর্ষণের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল, দেড় কোটি হাতিয়ে কলকাতায় গ্রেফতার মুম্বইয়ের দম্পতি

ধর্ষণের ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল, দেড় কোটি হাতিয়ে কলকাতায় গ্রেফতার মুম্বইয়ের দম্পতি

 

কলকাতা:  মুম্বইয়ে ধর্ষণের পর ব্ল্যাকমেলিং-এর অভিযোগ৷ দেড় কোটি টাকা হাতিয়ে কলকাতায় গ্রেফতার দম্পতি৷ সরবতের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ৷ এই ঘটনায় কলকাতা নিউ মার্কেটের একটি হোটেল থেকে এক দম্পতিকে গ্রেফতার করল পুলিশ৷ অভিযুক্ত দম্পতিকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে৷  অভিযুক্ত ব্যক্তির নাম ইউসুফ জামাল৷  তার স্ত্রীর নাম নাজ সইদ৷ 

আরও পড়ুন- কন্যাশ্রী-রূপশ্রী সহ সামাজিক প্রকল্পের ভূয়সী প্রশংসা, বাংলাকে ১০০০ কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাঙ্ক

ঘটনাটি ২০১৫ সালের৷ ২০২১ সালের মার্চ মাসে মুম্বইয়ের নাগপাড়া পুলিশ স্টেশনে অভিযোগ করেন নির্যাতিত তরুণী৷ তাঁর অভিযোগ, এক ব্যক্তির সঙ্গে একটি পার্টিতে আলাপ হয়েছিল তাঁর৷ এর পর ওই ব্যক্তি নিজের বাড়িতে তাঁকে নিমন্ত্রণ করেন৷ বলেন, স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন৷ ওই তরুণী যখন ওই ব্যক্তির বাড়িতে যান, তখন সরবতের সঙ্গে কিছু মিশিয়ে তাঁকে খাইয়ে দেওয়া হয়৷ সংজ্ঞা হারানোর পর তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ চাঞ্চল্যকর বিষয়টি হল, এর পর তাঁকে ধর্ষণের ভিডিয়ো দেখানো হয়৷ স্বামী যখন ধর্ষণ করছিলেন তখন গোটা ঘটনাটি ভিডিয়ো রেকর্ডিং করেন তার স্ত্রী৷ বলা হয়,  টাকা না দিলে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে৷

এর পরেই শুরু হয় ব্ল্যাকমেলিং৷ নানা সময় তাঁকে ডেকে পাঠানো হয় এবং টাকা দাবি করা হয়৷ প্রায় দেড় কোটি টাকা ব্ল্যাকমেল করে নেওয়া হয় বলে অভিযোগ৷ পাশাপাশি ওই ওভিযুক্ত ব্যক্তি কালাজাদু জানে বলেও অভিযোগ করেন ওই তরুণী৷ অভিযোগকারিণীর একটি ছোট সন্তান রয়েছে৷ তাকেও কালাযাদুর ভয় দেখিয়ে যৌন নিগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ৷  ২০২১ সালে এই ঘটনায় নাগপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়৷ অভিযোগ দায়েরের পর থেকেই পলাতক ছিল ওই দম্পতি৷ তাদের টাওয়ার লোকেশন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ জানতে পারে তারা নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে লুকিয়ে রয়েছে৷ এর পরেই শুক্রবার রাতে নিউ মার্কেটের ওই হোটেলে হানা দেয় মুম্বই পুলিশ৷ কলকাতা পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়৷ আজ সকালে তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে চারদিনের ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বই পুলিশ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 14 =