হাওড়া: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি চালু হয়ে যাওয়ায় রূপশ্রী ও সমব্যথী প্রকল্পে টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছে। এই দু’টি প্রকল্প চালু রাখা যাবে কি না, তা নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এখনও কিছু জানায়নি।
তার ফলে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। কৃষকবন্ধুর চেক বিলি নিয়েও এইরকম জটিলতা তৈরি হয়েছে। সেই কারণে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৮ বছরের বেশি বয়সে মেয়েদের বিয়ের সময় রাজ্য সরকার এককালীন ২৫ হাজার টাকা সাহায্য করে। এই প্রকল্পের জন্য বিয়ের প্রমাণপত্র ও স্থানীয় জনপ্রতিনিধির প্রশংসাপত্র প্রয়োজন হয়।
কিন্তু এই প্রকল্পের জন্য পঞ্চায়েত সমিতিতে প্রচুর আবেদন জমা পড়লেও নির্বাচন কমিশনের কাছ থেকে সুস্পষ্ট নির্দেশিকা না আসার কারণে চেক দেওয়া যাচ্ছে না। আবার কেউ মারা গেলে সৎকারের জন্য রাজ্য সরকার দু’ হাজার টাকা এককালীন টাকা দেয়। এই প্রকল্পটি সমব্যথী। স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা পুরসভার পক্ষ থেকেই এটি সঙ্গে সঙ্গে দেওয়া হয়। কিন্তু এই প্রকল্পেও টাকা দিলে নির্বাচনী বিধি লঙ্ঘন হবে কি না, তা নিয়ে কোনও সুস্পষ্ট নির্দেশ না থাকায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন।