মুকুল-পুত্রের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল প্রার্থী! তুঙ্গে জল্পনা

বারাকপুর: দাপুটে নেতা অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠ নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, টিটাগড় পুরসভার কাউন্সিলার মণীশ শুক্লার ভূমিকা কী হবে তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন ছিল। যদিও তাঁরা দুজনেই তৃণমূলে রয়েছেন। তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদির হয়ে মিটিং, মিছিল, প্রচার এবং নির্বাচনের দিন ভোট করিয়েছেন। একইভাবে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় নিয়ে

মুকুল-পুত্রের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল প্রার্থী! তুঙ্গে জল্পনা

বারাকপুর: দাপুটে নেতা অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠ নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, টিটাগড় পুরসভার কাউন্সিলার মণীশ শুক্লার ভূমিকা কী হবে তা নিয়ে দলের অন্দরে প্রশ্ন ছিল। যদিও তাঁরা দুজনেই তৃণমূলে রয়েছেন।

তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদির হয়ে মিটিং, মিছিল, প্রচার এবং নির্বাচনের দিন ভোট করিয়েছেন। একইভাবে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় নিয়ে দলের কর্মী, সমর্থকদের মধ্যে নানা গুঞ্জন ছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারাকপুর লোকসভায় তিনটি জনসভা করলেও একটিতেও তিনি যাননি। তা নিয়ে দলের অন্দরে নানা জল্পনা তৈরি হয়েছিল।

সোমবার নির্বাচনের দিন দুপুরে ভাটপাড়ায় দলীয় কার্যালয়ে বসে তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদি শুভ্রাংশু রায়ের প্রশংসায় পঞ্চমুখ। তবে, মণীশ শুক্লা, বিধায়ক সুনীল সিং নিয়ে তিনি একটি শব্দও খরচ করলেন না। দীনেশ বলেন, শুভ্রাংশু নিজের বিধানসভার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছে। প্রতিদিন প্রচার করেছে। ও খুব পরিশ্রম করেছে। ওখানে আমাদের খুব ভালো রেজাল্ট হবে। তাঁকে সুনীল, মণীশের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + 20 =