কলকাতা: বিগত কয়েক সপ্তাহ ধরে শহর কলকাতায় পার্শ্ব শিক্ষকদের আন্দোলন চলছে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের বিরোধিতায়। বেতন কাঠামো এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে এই আন্দোলনে এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি। বাজেট ঘোষণায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পার্শ্বশিক্ষকদের বেতন বছর প্রতি ৩ শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করলেও সেভাবে চিড়ে ভেজেনি। তবে এবার পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়! ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের বেতন কত হবে সে বিষয়ে আলোচনার জন্যই এই চিঠি বলে জানা যাচ্ছে।
পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন যে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দেশের অন্যান্য রাজ্যের মত সমহারে বেতন দিতে নারাজ পার্শ্বশিক্ষকদের। অন্যদিকে পার্শ্বশিক্ষক ছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক অশিক্ষক কর্মীদেরা আছেন তাদের ভবিষ্যতও এই সরকার অন্ধকারে পাঠিয়ে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। সেই প্রেক্ষিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত ব্যাপারে আলোকপাত করার চেষ্টা করেছেন তিনি। একইসঙ্গে ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের কী হারে বেতন দেওয়া হবে সে ব্যাপারে জানতে চেয়েছেন মুকুল রায়। বিজেপি সূত্রের খবর, ইতিবাচক উত্তর পেলে বেতন সংক্রান্ত বিষয়ে পার্শ্বশিক্ষকদের মঞ্চে গিয়ে ঘোষণা করতে পারেন তিনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পার্শ্বশিক্ষকদের ইস্যুকে হাতিয়ার করতে চাইছে বঙ্গ বিজেপি। সেই কারণে এখন হঠাৎ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চেয়েছে তারা।
প্রসঙ্গত, পার্শ্বশিক্ষকদের এই ব্যাপক আন্দোলনের মধ্যেই বাজেট ঘোষণার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পার্শ্বশিক্ষকদের ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। একই সঙ্গে পার্শ্ব শিক্ষক নিয়োগও করা হবে পরবর্তী ক্ষেত্রে। পরে এক জনসভা থেকে মমতা আরও বলেন, ”প্যারা টিচারদের আমি বলব আপনাদের তিন বছরে যে ৩ শতাংশ বর্ধিত হত সেটা বাজেটে আমরা বছরে বছরে ৩ পার্সেন্ট করে দিয়েছি। অনেক প্যারা টিচারের চাকরি হয়েছে আর আস্তে আস্তে যাতে আরো হয় সেই নিয়ে আমি কথা বলব।”