কলকাতা: তিনি কোন দলে? এই নিয়ে ঘণ্টার পর ঘণ্টা চর্চা চলতেই পারে। কথা হচ্ছে মুকুল রায়কে নিয়ে। তাঁর এই মুহূর্তে বিজেপির সঙ্গ এবং পর মুহূর্তে তৃণমূলের দিকে ঝোঁকা নিয়ে বাংলার মানুষ বেশ দ্বন্দ্বে। আদতে তিনি কোন দলে আছেন বর্তমানে? সেই উত্তর অবশ্য আজ ২১ জুলাই মিলল, আবার! তৃণমূলের জনসভার শেষ লগ্নে ধর্মতলায় হাজির হয়েছিলেন মুকুল রায়। পুত্র শুভ্রাংশু তাঁকে নিয়ে আসেন। সংবাদমাধ্যমের সামনে খোদ মুকুল রায় বলেন, তিনি তৃণমূলেই আছেন।
এদিন মুকুল রায়কে নিয়ে শুভ্রাংশু যখন ২১-এর মঞ্চের কাছে গাড়ি থেকে নামেন তখন মঞ্চে বক্তব্য রাখছেন খোদ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে সাংবাদিকদের প্রশ্নে মুকুল জানান, দলনেত্রীর সঙ্গে তাঁর দেখা হয়েছে, তিনি এমনি কিছু বা কোনও কথা বলেননি। তবে মুকুল যে তৃণমূলেই আছে তা আবারও এদিন নিজেই স্পষ্ট করে জানিয়েছেন। অন্যদিকে মুকুলপুত্র শুভ্রাংশু জানান, বাবা অসুস্থ তাও এই সমাবেশে আসতে চেয়েছিলেন। তাই তিনি এনেছেন।
প্রথমবার বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে যত না বিতর্ক সৃষ্টি হয়েছে মুকুল রায়কে নিয়ে, তার থেকেও বেশি হয়তো এখন হচ্ছে। কারণ কোনও দিন দাবি করা হচ্ছে তিনি বিজেপিতে, আবার কোনও দিন দাবি উঠছে যে তিনি তৃণমূলে আছেন। মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তাঁর তৃণমূলের দলীয় উত্তরীয় পরার সেই মুহূর্ত এখনও কেউ ভোলেনি। কিন্তু তারপর থেকেও ধোঁয়াশা কাটছে না। এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল বিধানসভাতেও যখন মুকুল রায়কে প্যাক চেয়ারম্যান করা হয়। এরপরেও জল অনেক দূর গড়িয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই গিয়েছে।