বিজেপি নিয়ে মুখে কুলুপ, মুকুলকে ঘরে নয়া জল্পনা

বিজেপি নিয়ে মুখে কুলুপ, মুকুলকে ঘরে নয়া জল্পনা

 

কলকাতা: এবারেই প্রথম তৃণমূলের পাশাপাশি শহিদ দিবস কর্মসূচি পালনের আয়োজন করেছে বিজেপি। কলকাতার পাশাপাশি দেশের রাজধানীতেও তাঁরা এই কর্মসূচির আয়োজন করেছে। স্বাভাবিকভাবেই বিজেপির বিরুদ্ধে কর্মসূচি হাইজ্যাক করে নেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছেন শাসকদেলর সর্বস্তরের নেতারা। অথচ বুধবার দুপুরে কালীঘাট যাওয়ার পথে এবিষয়ে কার্যত মুখে কুলুপ আঁটতে দেখা গেল মুকুল রায়কে৷

তৃণমূল নেতা মুকুল রায়ের বক্তব্য, ‘‘বিজেপির বিষয়ে কিছু বলতে পারব না৷ ওরা কি করতে চাইছে আমি জানি না৷ তাই এবিষয়ে মন্তব্য করব না৷’’ স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে নতুন জল্পনা৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইতিমধ্যেই বিধায়ক পদ খারিজ এবং বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে নিয়োগ নিয়ে বির্তকে নাম জড়িয়েছে মুকুলবাবুর৷ এবিষয়ে তাঁর বিরুদ্ধে দেশের রাষ্ট্রপতির কাছে আবেদন জানানোর পাশাপাশি আদালতে যাওয়ার পরিকল্পনাও নিয়েছে গেরুয়া শিবির৷ তাই কি বিজেপি সম্পর্কে নীরব থাকার কৌশল নিয়েছেন মুকুলবাবু৷ স্বাভাবিকভাবেই বাড়ছে জল্পনা৷ তাহলে কি তলে তলে গেরুয়া শিবিরের সঙ্গেও যোগাযোগ রাখছেন রায় সাহেব৷

মুকুল রায় অবশ্য এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি৷ বরং দাবি করেছেন, ‘ওদের নিয়ে কিছু বলতে পারব না৷ শুধু এটুকু বলতে পারি, এই দিন ভোলা যাবে না। যতদিন বেঁচে থাকব, এই দিন মনে রাখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + nine =